সাউথ থেকে হলিউড, নিজের ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এই তারকারা

পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মগুলির মধ্যে অন্যতম হল হিন্দুধর্ম (Hinduism)। বর্তমান সময় পৃথিবীর বহু মানুষ নিজের মানসিক শান্তির জন্য হিন্দু ধর্ম গ্ৰহন করেছেন। এই তালিকায় নাম রয়েছে হলিউডের (Hollywood) জনপ্রিয় তারকাদের। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এমন কিছু আন্তর্জাতিক তারকাদের নাম যারা নিজের ইচ্ছায় হিন্দু গ্ৰহন করেছেন।

নয়নতারা (Nayantara): দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী হলেন নয়নতারা। বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই তাকে দেখা যাবে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’-এ। নয়নতারা এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তারপর তিনি হিন্দু ধর্ম গ্ৰহন করেছেন।

Julia Roberts

জুলিয়া রবার্টস (Julia Roberts): হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুলিয়া রবার্টস। বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু অনেকেই হয়তো জানেন যে তিনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীকালে নিজের ধর্ম পরিবর্তন করে হিন্দুধর্ম গ্ৰহন করেছিলেন। তিনি একটি সাক্ষাৎকারেও এই বিষয়টি জানিয়েছিলেন।

মাইলি সাইরাস (Miley Cyrus): একবার মার্কিন গায়িকা নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করছিলেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি মানসিক শান্তির জন্য হিন্দু গ্ৰহন করেছিলেন।

John Coltrane

জন কোলট্রেন (John Coltrane): আমেরিকার জনপ্রিয় গায়ক জন কোলট্রেন। সারা বিশ্বে তার অনুরাগীর সংখ্যা কম নেই। তবে এক সময় তিনিও খ্রিস্টান ধর্ম পালন করতেন। কিন্তু পরে হিন্দু‌ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং হিন্দু ধর্ম গ্ৰহন করেন।

ট্রেভর (Trevor): মার্কিন মুলুকের আরও একজন জন‌প্রিয় গায়ক হলেন ট্রেভর। হিন্দু ধর্মের প্রভাব বিস্তার করেছিল তার মনেও। সেই জন্য তপস্মীর মতো জীবনযাপন করছিলেন। হিন্দু ধর্ম গ্ৰহন করার পরেই এই নিয়ম পালন‌ করা শুরু করেছিলেন তিনি।

Jerry Garcia

জেরি গার্সিয়া (Jerry Garcia): হলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন জেরি গার্সিয়া। সারা জীভন তিনি হিন্দু ধর্ম অনুসরণ করে গিয়েছেন। সেই জন্য মৃত্যুর পর তাঁর ভস্ম ঋষিকেশের গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। তাঁর আত্মার শান্তির জন্য এই নিয়ম পালন‌ করা হয়েছিল।

উইল স্মিথ (Will Smith): হলিউডের জনপ্রিয় তারকাদের অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন উইল স্মিথ। বহু জনপ্রিয় ছবিতে আমরা দেখেছি তাকে। তিনিও হিন্দুধর্মের প্রতি তিনিও আকৃষ্ট হয়েছিলেন সেই জন্য হিন্দু ধর্ম গ্ৰহন করেছিলেন।