Bollywood Superstars Who Failed In Higher Education : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে শুধু তারকাদের গ্ল্যামার নিয়েই কথা হয়। সেই সঙ্গে কে কোন ছবিতে ভালমন্দ কেমন পারফরমেন্স দিলেন তার চুলচেরা বিশ্লেষণ হয়। কিন্তু কখনও বলিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে ইচ্ছে জেগেছে কি? আজকের এই প্রতিবেদনে রইল ইন্ডাস্ট্রির কিছু সুপারস্টারের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) যা আপনাকে চমকে দেবে।
আলিয়া ভাট (Alia Bhatt) : শুধু মাধ্যমিক পাশেরই ডিগ্রী রয়েছে মহেশ ভাটের কন্যার ঝুলিতে। আলিয়া দশম শ্রেণীতে ৭১ শতাংশ নম্বর নিয়ে পাশ করেন। এরপর উচ্চমাধ্যমিকে ভর্তি হলেও তিনি পড়াশোনা করতে আগ্রহী ছিলেন না। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাই দেননি আলিয়া।
রণবীর কাপুর (Ranbir Kapoor) : আলিয়ার পাশাপাশি তার স্বামীও মাধ্যমিক পাস। আসলে কাপুর পরিবারে পড়াশোনার তেমন চল নেই। তারা শুধু অভিনয় নিয়েই ভাবেন। মাধ্যমিকে রণবীর ৫৩.৪ শতাংশ নম্বর পেয়েছিলেন বলে পরিবারের তরফ থেকে সেলিব্রেশন পার্টির আয়োজন করা হয়েছিল।
অর্জুন কাপুর (Arjun Kapoor) : অর্জুন কাপুর হলেন বলিউডের প্রখ্যাত প্রযোজক বনি কাপুরের সন্তান। শ্রীদেবীর সঙ্গে বাবার সম্পর্কের কারণে ছোটবেলাটায় মানসিক অবসাদে কাটিয়েছেন অর্জুন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি। এরপর তিনি বলিউডে সহ পরিচালক হিসেবে কাজ করতে থাকেন।
করিশ্মা কাপুর (Karisma Kapoor) : খুব ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন করিশ্মা। পড়াশোনায় তাই সেভাবে গুরুত্ব দিতেন না। মাত্র ১৬ বছর বয়সে ‘প্রেম কয়েদি’ ছবি দিয়ে শুরু হয়েছিল তার অভিনয় জীবন। তৎকালীন সময়ে তিনি ছিলেন নায়িকা নাম্বার ওয়ান। কিন্তু পড়াশোনাতে করিশ্মা লবডঙ্কা। তিনি নাকি ষষ্ঠ শ্রেণী পাস!
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ক্যাটরিনার ছোটবেলাটা বিভিন্ন দেশে মায়ের সঙ্গে ঘুরে ঘুরে কেটেছে। সেই কারণে তিনি নির্দিষ্ট কোনও স্কুল থেকে ডিগ্রী নিতে পারেননি। ক্যাটরিনার মা বাড়িতেই ছেলেমেয়েদের পড়াশোনার বন্দোবস্ত করেন। তাই এই অভিনেত্রীর ঝুলিতে সেভাবে কোনও ডিগ্রীও নেই।
শ্রীদেবী (Sridevi) : তৎকালীন সময়ের অভিনেত্রীদের মধ্যে নায়িকা নাম্বার ওয়ান হলেও শ্রীদেবীও পড়াশোনাতে খুব একটা ভালো ছিলেন না। মাত্র চার বছর বয়সে তিনি অভিনয় করতে শুরু করেন। একবার তিনি নিজেই একটি সাক্ষাৎকারে তিনি বলেন স্কুল এবং কলেজ জীবন উপভোগ করতে না পারলেও তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন।
আরও পড়ুন : মাছ-মাংস খান না, বলিউডের এই ১০ তারকা কঠোরভাবে নিরামিষভোজী
কাজল (Kajol) : শুনতে অবাক লাগলেও সত্যি যে কাজল পড়াশোনাতে খুব একটা আগ্রহী ছিলেন না। তিনি মাত্র ১৬ বছর বয়সে অভিনয় দুনিয়াতে পা রাখেন। রাহুল রাওয়ালির ‘বেখুদি’ ছিল তার প্রথম সিনেমা। কাজল সেই কারণে স্কুলের পড়াশোনা শেষ করতে পারেননি।
আরও পড়ুন : কেউ মাধ্যমিকে ফেল, কেউ যায়নি স্কুল! ধর্মেন্দ্রর পরিবারে সব থেকে বেশি শিক্ষিত কে জানেন?