নামে হিন্দু হলেও বলিউডের এই ৭ তারকা আসলে মুসলমান

বলিউডে (Bollywood) কেরিয়ার শুরু করতে এসে অনেকেই নিজের আসল পরিচয় লুকিয়ে রাখেন। নিজেকে সম্পূর্ণ রূপে বদলে ফেলেন বহু তারকা। অনেকে আবার নিজের নামও বদলে ফেলেন। আর এই নামের জন্য বোঝা যায় তাদের ধর্মীয় বিশ্বাস (religious beliefs)। বলিউডে এমন কয়েকজন তারকা আছেন যারা মুসলিম হওয়ার সত্ত্বেও হিন্দু নাম ব্যবহার করেন। এমন কয়েকজন তারকার নাম দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।

মধুবালা (Madhubala): ভারতীয় সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন মধুবালা। তার রূপ ও অভিনয়ের উপর মুগ্ধ ছিলেন এদেশের বহু পুরুষ। কিন্তু অনেকেই জানেন না যে তিনি আসলে মুসলিম ধর্ম মেনে চলেন। তার আসল নাম হল মুমতাজ জাহান।

DILIP KUMAR

দিলীপ কুমার (Dilip Kumar): এককালের জনপ্রিয় নায়ক ছিলেন দিলীপ কুমার। তার জন্য পাগল ছিল বহু নারী। কিন্তু তার আসল নাম দিলীপ কুমার ছিল না। তিনি ইসলাম ধর্ম মেনে চলতেন। তার আসল নাম ছিল ইউসুফ খান। সিনেমার জগতে আসার আগে তিনি নাম পরিবর্তন করেছিলেন।

অজিত (Ajit): বলিউডে লায়ন‌ নামেই বিখ্যাত ছিলেন জনপ্রিয় অভিনেতা অজিত। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাকে আজও ভোলেনি দর্শক। কিন্তু অনেকেই জানেন না যে তার আসল নাম অজিত ছিল না। তিনি একজন মুসলিম ছিলেন। তার আসল নাম ছিল হামিদ আলি খান।

AYESHA TAKIA

আয়েশা টাকিয়া (Ayesha Takia): বলিউডে সলমন খান, শাহিদ কাপুরের মতো তারকাদের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী আয়েশা টাকিয়া। কিন্তু বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে‌ নিজের নাম পরিবর্তন করেছেন। যদিও এই কথা প্রকাশ্যে আনতে চাননি তিনি।

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore): বাঙালি অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলিউডের ছবিতে অভিনয় করে‌ একসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তিনি ভারত অধিনায়ক মনসুর আলি খানে বিয়ে করার পর নিজের ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে যান।

DHARMENDRA AND HEMA

হেমা মালিনী (Hema Malini): বলিউডে ড্রিমগার্ল হলেন হেমা মালিনী। তার ভক্ত সংখ্যা কম নয়। হেমা মালিনী হিন্দু ধর্ম পালন করেন। কিন্তু অভিনেতা ধর্মেন্দ্রকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আসলে ধর্মেন্দ্র আগে থেকেই বিবাহিত ছিলে। কিন্তু হিন্দু ধর্ম স্ত্রী থাকে অন্য নারীকে বিয়ে করা যায় না। তার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি।

RANI CHATTREJEE

রানি চ্যাটার্জি (Rani Chatterjee): ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন রানি চ্যাটার্জি। তিনি বহু ভোজপুরি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু তার আসল নাম রানি নয়। তিনি ইসলাম ধর্ম পালন করেন। তার আসল নাম সাহিবা শেখ।