বলিউড (Bollywood) হোক কিংবা হলিউড (Hollywood), বক্স অফিসে (box office)কোন ছবি ভালো ফল করতে না পারলে তাকে ফ্লপ ছবির (flop Film) তালিকায় ফেলা হয়। কিন্তু বলিউডে এমন কিছু ছবি তৈরি হয়েছিল যেগুলির বক্স অফিস কালেকশন ছবির বাজেটের থেকেও অনেক বেশি ছিল। তাও ছবির রিভিউ খারাপ হওয়ায় সেই। ছবিগুলিকে ফ্লপ ছবির তালিকায় রাখা হয়েছে। এমন কয়েকটি ছবির নাম দেওয়া হল এই প্রতিবেদনে।
থাগস অফ হিন্দুস্থান (Thugs of Hindostan): ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবিটি। তবে ছবিতে আমির ছাড়াও ছিলেন ক্যাটরিনা কাইফ ও অমিতাভ বচ্চনের মতো তারকারা। কিন্তু তাও ছবিটিকে ফ্লপ ছবি হিসেবেই ধরা হয়। যদিও এই ছবির বক্স অফিস কালেকশন ছবির বাজেটের থেকেও বেশি ছিল। প্রায় ৩০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি মোট ৩৩৫ কোটি টাকা কামিয়ে ছিল।
দাবাং ৩ (Dabangg 3): সলমন খানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ছবি ‘দাবাং’ এই ছবির দুটি পার্ট বক্স অফিসে ভালো কালেকশন করেছিল। কিন্তু ছবির তৃতীয় পার্টটি দর্শকদের পছন্দ হয়নি। কিন্তু তাও ছবিতে সলমন খানের মতো সুপারস্টার থাকায় ছবির বাজেটের চেয়ে বেশি টাকা উপার্জন করেছিল ছবিটি। ছবির বাজেট ছিল প্রায় ১০০ কোটি টাকা এবং ছবিটির মোট কালেকশন ছিল ২৩০ কোটি টাকা।
টিউবলাইট (Tubelight): সলমন খানের ফ্লপ ছবিগুলোর মধ্যে অন্যতম হল ‘টিউবলাইট’। তবে ছবিটি ফ্লপ হওয়া সত্ত্বেও প্রায় ১০০ কোটি টাকা বাজেটের এই ছবিটির বক্স অফিস কালেকশন বাজেটের তুলনায় বেশি ছিল। ছবিটি মোট কালেকশন করেছিল ২১১.১২ কোটি টাকা।
জয় হো (Jai Ho): সলমন খান অভিনীত ‘জয় হো’ ছবিটিও ফ্লপ ছবি হিসেবে ধরা হয়। কিন্তু তা সত্ত্বেও ছবির বাজেটের থেকেও বেশি টাকা আয় করেছিল এই ছবিটি। ছবি বক্স অফিসে মোট কালেকশন করেছিল প্রায় ১৯৫.০৪ কোটি টাকা।
সাহো (Saaho): ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত অ্যাকশন ঘরানার ছবি ছিল ‘সাহো’। ছবিতে প্রভাসের বিপরীতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। তবে ছবিতে ফ্লপ বলা হলেও ছবিটটি নিজের বাজেটের চেয়ে বেশি টাকা আয় করেছিল। ছবির বাজেট ছিল ৩৫০ কোটি টাকা এবং ছবি আয় করেছিল ৪১০-৪৩৯ কোটি টাকার কাছাকাছি।
রেস ৩ (Race 3): ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হল ‘রেস ৩’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সলমন খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, অনিল কাপুরের মতো তারকারা। ১৫০-১৮০ কোটি টাকা বাজেটের এই ছবিটিতে ফ্লপ ছবি বলা হলেও, বক্স অফিসে মোট ২৯৫-৩০০ কোটি টাকার মতো আয় করেছিল ছবিটি।
কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan): সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। ছবির রিভিউ খুব খারাপ হওয়ার ছবিটি ফ্লপ ছবি ভাবতে শুরু করেছেন সকলেই। কিন্তু বক্স অফিসে ভালো টাকা আয় করছে ছবিটি।