শুধু দিলীপ ঘোষ নন, ৬০ পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এই সেলিব্রিটিরাও

৬১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন দিলীপ ঘোষ। খবর শুনে চমকে উঠেছিল গোটা পশ্চিমবঙ্গ। তবে বাংলাতে এমন ঘটনা নতুন তো নয়। টলিউড এবং বলিউড জুড়ে এমন বহু অভিনেতা রয়েছেন যারা বেশি বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন। কেউ ৬০ বছর, কেউ আবার ৭০ বছর পেরিয়েও বিয়ে করেছেন। কারা রয়েছেন এই তালিকায়? দেখে নিন এক নজরে।

টলিউডের যেসব অভিনেতা বেশি বয়সে বিয়ে করেছেন

রবি ঘোষ : এই তালিকায় সবার আগে নাম থাকবে রবি ঘোষের। তার স্ত্রী বৈশাখী দাস। তবে রবি ঘোষের প্রথম স্ত্রী ছিলেন অনুভা গুপ্তা। তার মৃত্যুর পর বহু বছর একাই ছিলেন অভিনেতা। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্তদের জোরাজুরিতে তিনি ৬০ বছর বয়সের পর আবার বিয়ে করেন। দ্বিতীয়বার বিয়ে করে বাকি জীবনটা বেশ সুখে কাটিয়েছিলেন রবি ঘোষ।

Dipankar De and Dolon Roy

দীপঙ্কর দে : দোলন রায়কে দীপঙ্কর দে যখন বিয়ে করেন তখন তার বয়স ছিল ৭৫ বছর। তার আগে দীর্ঘ ২৭ বছর দোলন রায়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন দীপঙ্কর দে। তারপর করোনার সময় রেজিস্ট্রি করে তাদের বিয়ে হয়। বিয়ের পর চার-পাঁচটা বছর একে অপরের সঙ্গে বেশ ভালোভাবেই দিন গুজরান করছেন দুজনে।

চন্দন সেন : চন্দন সেনের প্রথম স্ত্রী ছিলেন সুদীপা বসু। তাদের বিয়ে ভেঙেছিল কিন্তু বন্ধুত্ব ছিল অটুট। এর কিছু বছর পর চন্দন সেন আবার বিয়ে করেন। তবে বর্তমান স্ত্রীর সঙ্গেও নাকি তার সম্পর্ক বিশেষ ভালো নয়।

Neena Gupta

বেশি বয়সে বিয়ে করেছেন বলিউডের কোন কোন তারকা?

নীনা গুপ্ত : নীনা প্রথম জীবনে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ভিভ রিচার্ডসের প্রেমে পড়েন। সেই সম্পর্ক থেকে গর্ভবতীও হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু ভিভ তাকে বিয়ে করেননি। নীনা এরপর একাই সন্তানের জন্ম দেন এবং একাই মেয়েকে মানুষ করেন। শেষমেষ ৫৪ বছর বয়সে তিনি চ্যাটার্ড একাউন্টেন্ট বিবেক মেহেরাকে বিয়ে করেন।

সেইফ আলি খান : সেইফ যখন করিনা কাপুরের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তখন তার বয়স ছিল ৪০ বছর। করিনার বয়স ছিল ৩০ বছর। আর দুজনের মধ্যে বয়সের পার্থক্য ছিল ১০ বছর।

Milind Soman

মিলিন্দ সোমান : ২০১৮ সালে ৫২ বছর বয়সে নিজের থেকে ২৫ বছরের ছোট অঙ্কিতাকে বিয়ে করেন মিলিন্দ সোমান। এই বলিউড অভিনেতার বিয়ে নিয়ে অনেক চর্চা হয়েছিল।

কবীর বেদী : বলিউড অভিনেতা কবীর বেদী ৪ বার বসেছিলেন বিয়ের পিঁড়িতে। বারবার বিয়ের ভেঙে শেষমেষ ৭০ বছর বয়সে তিনি পারভীনকে বিয়ে করেন যিনি তার মেয়ের বয়সী।

Suhasini Mulay

সুহাসিনী মূলে : বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী ৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছিলেন। তিনি প্রথম বিয়েটা করেছিলেন ২০১১ সালে, তার এক পদার্থবিজ্ঞানী প্রেমিককে। তারপর তিনি বেশি বয়সে আবার বিয়ের সিদ্ধান্ত নেন।

আদিত্য চোপড়া : আদিত্য চোপড়া তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে রানী মুখার্জিকে বিয়ে করেন। তখন আদিত্যর বয়স ছিল ৪৩ বছর এবং রানী মুখার্জির বয়স ছিল ৩৬ বছর।

Urmila Matondkar

উর্মিলা মাতন্ডকর : উর্মিলা মাতন্ডকর বিয়ের জন্য হ্যাঁ বলতে সময় নিয়েছিলেন ৪২ টা বছর। একসময় তিনি বলিউডের টপ অভিনেত্রী ছিলেন। সেই সময় কেরিয়ার ছেড়ে তিনি বিয়ে করতে চাননি। তারপর ৪২ বছর বয়সে তিনি তার থেকে বয়সে ছোট মডেল মোহসিন আখতারকে বিয়ে করেন।

আরও পড়ুন : বিয়ে করছেন ঋতাভরী চক্রবর্তী‌? বর কে? কী করেন?

Preity Zinta

আরও পড়ুন : রিঙ্কু মজুমদার আসলে কে? কেন রিঙ্কুকেই বিয়ে করলেন দিলীপ ঘোষ?

প্রীতি জিন্টা : প্রীতিও বিয়ে করতে বেশ খানিকটা সময় নিয়েছিলেন। বলিউড ছেড়ে বেরিয়ে তিনি ২০১৬ সালে জিন গুডেনাফকে বিয়ে করে এখন আমেরিকাতে স্বামী এবং দুই জমজ সন্তানের সঙ্গে থাকেন।

আশীষ বিদ্যার্থী : এই অভিনেতার নাম না করলেই নয়। ৬০ বছর বয়সে আশীষ বিদ্যার্থী বিয়ে করেন রুপালি বড়ুয়াকে। আশীষ বিদ্যার্থীর প্রথম স্ত্রী ছিলেন রাজোষী বড়ুয়া, যিনি টলিউড অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে ছিলেন।