কেউ চাষী তো কেউ নাইটগার্ড! বলিউডে আসার আগে অভিনেতারা কে কী করতেন

আজ যারা সুপারস্টার, তারা কিন্তু একদিনে এই খ্যাতি অর্জন করেননি। ধীরে ধীরে কঠিন পরিশ্রমের মাধ্যমে এই উচ্চতার শিখরে পৌঁছেছেন তারা। সুপারস্টারদের মধ্যে কয়েকজন আছেন যারা বলিউড পরিবার থেকেই উঠে এসেছেন কিন্তু এমনও কিছু অভিনেতা এমনও রয়েছেন যারা একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ নিজের মাটি শক্ত করেছেন বলিউডে। শাহরুখ থেকে শুরু করে পঙ্কজ ত্রিপাঠি, এমন অনেক অভিনেতাই রয়েছেন যারা সিনেমায় আসার আগে অন্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন। আজ তেমনি কয়েকজন অভিনেতার নাম জানাবো আপনাকে।

Akshay Kumar : ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন না অক্ষয় কুমার তাই খুব অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে মডেলিং করতে শুরু করেন তিনি। নতুন দিল্লির ছেলে অক্ষয় কুমার প্রথমে ব্যাংককে ওয়েটার এবং ডিস ওয়াশার হিসাবে কাজ করতে শুরু করেন। কিভাবে কিছু বছর কঠিন লড়াই এর পর অবশেষে ১৯৯১ সালে ‘সৌগন্ধ’ সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

Rajinikanth

Rajinikanth : শুধু দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি কেন, সিনেমা জগতের ঈশ্বর হলেন সুপারস্টার রজনীকান্ত। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন ইন্ডাস্ট্রিতে আসার আগে তিনি একজন বাস কন্ডাক্টর হিসেবে ব্যাঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসে কাজ করতেন। অভিনয়ের প্রতি তার ভালোবাসা ধীরে ধীরে তাকে নিয়ে যায় খ্যাতির দোরগোড়ায়।

Shah Rukh Khan : মাত্র ২৩ বছর বয়সে একজন টিভি অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন কিং খান। সার্কাস এবং ফৌজির মতো একাধিক সিরিয়ালে কাজ করার পর অবশেষে ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। কোন গডফাদার ছাড়াই শুধুমাত্র পরিশ্রমের ম্যাজিকে আজ তিনি নিজেই ইন্ডাস্ট্রির গডফাদার।

Nawazuddin Siddiqui

Nawazuddin Siddiqui : উত্তরপ্রদেশের একটি ছোট্ট শহরে এক নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। হরিদ্বার থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি একটি পেট্রোক্যামিক্যাল কম্পানির রসায়নবিদ হিসেবে কাজ করতেন। পরে জীবিকা নির্বাহের জন্য নাইট গার্ডের কাজও তিনি করেছেন। ১৯৯৯ সালে আমির খানের সিনেমা ‘সরফরোশ ‘- এ একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি কিন্তু বলিউডে নিজের পরিচিতি গড়ে তুলতে অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে অভিনেতাকে।

Amitabh Bachchan

আরও পড়ুন : মিঠুন চক্রবর্তীর স্ত্রী আসলে কে? রইল মহাগুরুর সুন্দরী স্ত্রীর আসল পরিচয়

Amitabh Bachchan : আজ শুধু বলিউড কেন, সারা বিশ্বে অমিতাভ বচ্চনের একটি আলাদাই পরিচিতি রয়েছে। ৮০ বছর পেরিয়ে গেলেও আজও সমানভাবে তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত। অভিনেতা হওয়ার আগে মাত্র ২০ বছর বয়সে তিনি কলকাতার ব্ল্যাকার অ্যান্ড কং, নামক জাহাজ কোম্পানিতে কাজ করতেন। পরবর্তীকালে অভিনেতা হওয়ার উদ্দেশ্যে তিনি মুম্বাইতে পাড়ি দেন আর বাকিটা তো ইতিহাস।

আরও পড়ুন : হিন্দি সিরিয়ালের সেরা ৫ নায়িকা, উপার্জনের দিক দিয়ে পেছনে ফেলেছেন বলিউড অভিনেত্রীদেরও

Pankaj Tripathi

আরও পড়ুন : বিবাহিত জীবনে ব্যর্থ, স্বামীকে ডিভোর্স দিয়ে সাফল্য পেয়েছেন এই ৯ অভিনেত্রী

Pankaj Tripathi : বিহারের গোপালগঞ্জ জেলার একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। অভিনেতার বাবা ছিলেন একজন কৃষক এবং হিন্দু পুরোহিত। অভিনয় জীবনে আসার আগে অভিনেতা তার বাবার সঙ্গে কৃষক হিসেবেও কাজ করেছিলেন। গ্রামে স্থানীয় নাটকে মেয়ের চরিত্রে অভিনয় করতে করতেই তার অভিনয় জীবনের প্রতি ভালোবাসা তৈরি হয় আর তিনি চলে আসেন মুম্বাইতে।

আরও পড়ুন : বিরাট কোহলির বডিগার্ডের বেতন লজ্জায় লজ্জায় ফেলে দেবে ভারতের প্রধানমন্ত্রীর বেতনকেও