অভিনয়ের পাশাপাশি গানেও সেরা! এই ৬ বলিউড তারকার গলায় গান শুনলে ভুলতে পারবেন না

কন্ঠে যেন মা সরস্বতীর বাস! অভিনয়ের পাশাপাশি গান গেয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন এই ৬ তারকা

Bollywood News : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির তারকাদের অভিনয় ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে সিনেমাগুলোতে। তবে শুধু অভিনয় নয়, ইন্ডাস্ট্রির এই তারকারা আরও বিভিন্ন ক্ষেত্রে তাদের শৈল্পিক সত্তার বিকাশ ঘটিয়েছেন। নাচ এবং অভিনয়ে পারদর্শী এই তারকাদের মধ্যে অনেকেই খুব সুন্দর গান করেন। আজকের এই প্রতিবেদনে রইল বলিউডের সেই বিখ্যাত গায়ক অভিনেতাদের তালিকা।

পরিনীতি চোপড়া (Parineeti Chopra) : পরিনীতি চোপড়া বলিউডে বেশ কিছু সুপারহিট সিনেমাতে অভিনয় করেছেন। তবে তিনি যে কত সুন্দর গান গাইতে পারেন তার প্রমাণ মিলে ছিল ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমাতে। এই সিনেমার ‘মানা কি হাম ইয়ার নেহি’ গানটি পরিনীতি গেয়েছিলেন।

Farhan Akhtar

ফারহান আখতার (Farhan Akhtar) : বলিউড ইন্ডাস্ট্রিতে একজন পরিচালক এবং অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় নাম ফারহান। সেই সঙ্গে তিনি একজন প্রতিভাবান গায়ক। ফারহান ‘রক অন’ সিনেমাতে গান গেয়েছেন। এছাড়াও বিভিন্ন স্টেজ পারফরমেন্সে তাকে গান গাইতে শোনা যায়।

আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) : বলিউড ইন্ডাস্ট্রির নতুন যুগের শিল্পীদের মধ্যে আয়ুষ্মান খুরানা হলেন অন্যতম। অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে গায়ক হিসেবেও তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি ভিকি ডোনার, অন্ধাধুন সিনেমাতে গান গেয়েছিলেন।

Shraddha Kapoor

শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) : অভিনেত্রী হিসেবে শ্রদ্ধা কাপুরের খুবই সুনাম রয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। সেই সঙ্গে তিনি একজন খুব ভালো গায়িকা। শ্রদ্ধা কাপুর ‘এক ভিলেন’ সিনেমাতে ‘গালিয়া’, ‘বাঘি’ সিনেমাতে ‘সব তেরা’ সিনেমাতে গান গেয়েছিলেন।

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : প্রিয়াঙ্কা চোপড়া বলিউড এবং হলিউড ইন্ডাস্ট্রিতে এখন কাজ করছেন। তিনি একজন খুবই দক্ষ অভিনেত্রী এবং সেই সঙ্গে সুগায়িকা। প্রিয়াঙ্কা হিন্দি এবং ইংরেজিতে বেশ কিছু গান গেয়েছেন। গায়িকা হিসেবে তার অনেক জনপ্রিয়তা রয়েছে বিশ্বে।

আরও পড়ুন : মিঠাইয়ের পর জনপ্রিয় নায়িকার সঙ্গে পর্দায় ফিরছেন উচ্ছেবাবু, মিললো বড় আপডেট

Amitabh Bachchan

আরও পড়ুন : দুর্ঘটনায় বদলে গিয়েছে সম্পূর্ণ চেহারা! শাহরুখের ‘পরদেশ’ ছবির নায়িকাকে এখন দেখলে চিনতে পারবেন না

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : অমিতাভ বচ্চনের কথা না বললে তালিকাটাই অসম্পূর্ণ থেকে যাবে। অমিতাভ বচ্চনের ব্যারিটোন গলার আলাদাই এক মাহাত্ম্য রয়েছে। তিনি বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন। বিভিন্ন ছবিতে তার ভয়েস ওভার ব্যবহার করা হয়েছে।