ফুল অন সাসপেন্স, ধুন্ধুমার অ্যাকশন! ২০২৫ -এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৫ দক্ষিণী সিনেমা

২০২৫ সালে মুক্তি পাবে এই ৫ টি বড় বাজেটের সিনেমা যেগুলো সুপার ডুপার হিট হবে। ৫ টি সিনেমাই দক্ষিণের। তেলেগু, তামিল, কন্নড়, ২০২৫ জুড়ে বক্স অফিসে খেল দেখাবে দক্ষিণের এই ৫ টি ধামাকা সিনেমা। ময়দানে নামছেন প্রভাস, যশ, বিজয় দেবরকোন্ডা, ঋষভ শেট্টিরা। কোন সিনেমা কবে মুক্তি পাবে? দেখে নিন এক নজরে।

২০২৫ সালে মুক্তি পাবে এই ৫ দক্ষিণী সিনেমা

১. রাজা সাব : প্রভাসের এই সিনেমাটি মুক্তি পাবে ১০ই এপ্রিল। অভিনয়ে রয়েছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল। এই সিনেমাটির বিষয়বস্তুতে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। যেখানে রাজনীতি, ক্ষমতা এবং প্রতারণার গল্প দেখানো হবে। প্রথমে এই সিনেমার নাম রাজারানী ভাবা হয়েছিল। পরে তা বদলে রাজা সাব রাখা হল।

২. টক্সিক : প্রভাসের রাজা সাবের সঙ্গেই ১০ই এপ্রিল মুক্তি পাচ্ছে কেজিএফ অভিনেতা যশের সিনেমা টক্সিক। গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমাতে সাসপেন্স এবং রোমান্স দুইই পাবেন। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমাতে রয়েছে অনেক টুইস্ট।

৩. কিংডম : বিজয় দেবরকোন্ডা, ভাগ্যশ্রী, সত্যদেব অভিনীত এই তেলেগু সিনেমাটি মুক্তি পাবে ৩০শে মে। এই সিনেমাটি দুটি পার্টে রিলিজ হবে। যার প্রথম পার্ট এই বছরই মুক্তি পাবে। দ্বিতীয় পার্ট মুক্তি পাবে আগামী বছর।

আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তি পাবে কোন কোন বাংলা ও হিন্দি সিনেমা? দেখুন তালিকা

৪. কান্তারা চ্যাপ্টার ওয়ান : ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত কান্তারা সিনেমার প্রিক্যুয়েল এটি। পৌরাণিক কাহিনীর সঙ্গে লোককথার মিশেল আর তার সঙ্গে থাকছে ভরপুর একশন। ২ রা অক্টোবর এই সিনেমার রিলিজ ডেট।

আরও পড়ুন : সৌরভের বায়োপিকের নায়ক বাংলার জামাই! পর্দার ‘মহারাজ’ হবেন এই অভিনেতা

৫. দিল মাদ্রাসি : সাসপেন্স-থ্রিলার এবং অ্যাকশনে ভরপুর এই সিনেমা মুক্তি পাবে ২০২৫ সালেই। তবে দিনক্ষণ ঘোষণা হয়নি। সিনেমাটিতে অভিনয় করেছেন শিব কার্তিকেয়ন, বিজু মেনন, বিদ্যুৎ জামওয়াল এবং রুক্মিণী বসন্ত।