‘আর কবে’ থেকে ‘দেশটা তোমার বাপের নাকি’, আরজি কর প্রতিবাদে ভাইরাল এই ৫ গান

আরজিকর কাণ্ডের (RG Kar Case) পর কাটতে চলেছে প্রায় একটি মাস। অথচ এখনও বিচার অধরা। কিন্তু প্রতিবাদ থামছে না। বরং বেড়েই চলেছে। নো মিনস নো, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি করের মত স্লোগান যেমন প্রতিবাদীদের মুখে মুখে ঘুরছে, তেমনই গানে গানেও বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। বিগত এক মাসে আন্দোলনকারীদের মুখে মুখে ভাইরাল হয়েছে এই ৫ গান।

১. পথে এবার নামো সাথী (Pathe Ebar Namo Sathi) : সলিল চৌধুরীর কথা এবং সুরে এই গানটি এমনিতেই বেশ জনপ্রিয়। তবে আরজিকর আন্দোলনের প্রতিবাদে নতুন মাত্রা এনে দিয়েছে এই গান। আন্দোলনকারীরা যেদিন মশাল জ্বালিয়ে প্রতিবাদ করেছিলেন, সেদিন হাজার কন্ঠে শোনা গিয়েছিল এই গান।

RG KAR PROTEST

২. আগুনের পরশমণি (Aguner Poroshmoni) : রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমণি গানও এই সময় প্রতিবাদীদের মুখে মুখে ফিরছে। মোমবাতি মিছিলের মাধ্যমে অন্ধকারকে দূর করে আগুনের পরশমণি সকলের প্রাণে ছোঁয়াতে চেয়েছেন আন্দোলনকারীরা। তখন তাদের মুখে ছিল এই গান।

৩. কারার ঐ লৌহ কপাট (Karar Oi Louho Kopat) : ব্রিটিশ আমলে এই গান বিপ্লবীদের রক্ত গরম করেছে। আজ স্বাধীনতার এত বছর বাদে আবারও কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছিলেন, এই গান তাতে ইন্ধন যোগালো। হাতে প্রতীকি মেরুদন্ড এবং গোলাপ ফুল নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে শেষ পর্যন্ত পুলিশের ব্যারিকেড তুলতে সমর্থ হন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা।

Deshta Tomar Baper Naki

৪. দেশটা তোমার বাপের নাকি (Deshta Tomar Baper Naki) : এই গানটিও সমাজ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়েছে। এই গান কিন্তু ভারতের নয়। প্রতিবেশী বাংলাদেশী শিল্পী নাজনীন আক্তার মৌসুমীর গাওয়া এই গানটি সে দেশে হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গ হয়ে উঠেছিল। সেই গান গ্রহণ করে নিয়েছে এপার বাংলাও। গানে গানে চওড়া হচ্ছে প্রতিবাদীদের সুর।

আরও পড়ুন : যেমন মা, তেমন ছেলে! সন্দীপ ঘোষ ও তার মায়ের কীর্তি শুনলে আঁতকে উঠবেন

Aar Kobe

আরও পড়ুন : রাত দখলে গিয়ে শারীরিক হেনস্থা! ভয়ে কাঁপছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

৫. আর কবে (Aar Kobe) : অরিজিৎ সিং এর এই গানের কথা না বললেই নয়। অরিজিৎ কলকাতার নির্যাতিতার বিচার চেয়েই লিখেছেন এই গান। প্রতিবাদ আন্দোলন, ধর্ণা মঞ্চ, মিছিল থেকে শুরু করে রাত দখল, সবেতেই প্রতিবাদীদের কন্ঠে ধ্বনিত হচ্ছে ‌ অরিজিতের গান। সকলেই প্রশ্ন তুলছেন, আর কবে মহিলারা এই জঘন্য নির্যাতন থেকে মুক্তি পাবেন?