মাত্র ৭ দিনে ৬২৫ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে শাহরুখের (Shah Rukh Khan) ‘পাঠান’ (Pathaan)। ৮ দিনে সেই অঙ্কটা ৮০০ কোটি ছুঁই ছুঁই। হিন্দি এবং দক্ষিণের সমস্ত ছবির রেকর্ড ভেঙে দুরন্ত গতিতে এগোচ্ছে শাহরুখের ছবিটি। এই ছবির এত সাফল্যের কারণ কী? যে বয়কট গ্যাং সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে একের পর এক ছবিকে ফ্লপ করিয়েছে সেই শক্তিশালী দলটাও আজ শাহরুখের ম্যাজিকের কাছে পরাজিত। ‘পাঠানে’র এমন ব্লকবাস্টার হওয়ার পেছনে রয়েছে এই ৫ টি কারণ (5 Reasons Behind The Sucess Of Pathaan)।
শাহরুখের কাম ব্যাক : পাঠান ছিল শাহরুখের কাম ব্যাক ছবি। দীর্ঘ প্রায় চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ২০১৮ তে জিরো সিনেমার পর সরাসরি ২০২৩-এ অ্যাকশন হিরো হিসেবে পর্দায় এলেন শাহরুখ। এত দীর্ঘ সময় বাদে তাকে দেখার লোভ কি আর সামলাতে পারতেন শাহরুখ ভক্তরা?
আন্তর্জাতিক স্তরে ছবির মুক্তি : শাহরুখের পাঠান দেশজুড়ে হিন্দি তামিল তেলেগু ভাষাতে মুক্তি পেয়েছে। সেই সঙ্গে বিদেশেও ঝড় তুলেছে ছবিটি। ছবিটি প্রায় আড়াই হাজার বিদেশি সিনেমা হলে রিলিজ করেছে। আমেরিকা, আরব আমিশাহী ও জার্মানি থেকেও কোটি কোটি টাকার ব্যবসা করছে পাঠান। তাই দেশের পাশাপাশি বিদেশ থেকেও আসছে প্রচুর অর্থ।
ছবির বাণিজ্যিক দিক : ছবিটি যাতে বাণিজ্যিকভাবে সফল হয় তার চেষ্টায় কোনও ত্রুটি রাখেনি নির্মাতারা। শাহরুখকে অ্যাকশন হিরো হিসেবে যেমন দেখা গিয়েছে, জন তেমন ছিলেন দুর্ধর্ষ ভিলেন। আবার দীপিকাও অ্যাকশন দৃশ্যে যথেষ্ট নজর কেড়েছেন। শাহরুখ-দীপিকার রোমান্স, জন-শাহরুখের লড়াই, সর্বোপরি দীপিকাকেও যেভাবে অ্যাকশন দৃশ্যে তুলে ধরা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
ছবির নেতিবাচক প্রচার : ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে উঠেছিল ঝড়। বিশেষ করে ‘বেশরম রং’ গানটিকে কেন্দ্র করে নিন্দুকরা কুৎসা ছড়াতে দ্বিধা করেননি। ছবিটিকে বয়কটের ডাক দেওয়া থেকে শুরু করে শাহরুখকে খুনের হুমকি, তার কুশ পুতুল জ্বালানো ইত্যাদি বহুভাবে সংবাদমাধ্যমের শিরোনাম দখল করেছিল পাঠান। কাজেই দর্শকদের মধ্যে ছবিটিকে নিয়ে কৌতুহল বেড়ে গিয়েছিল। বয়কট করতে গিয়ে তাই উল্টে ছবির প্রচার সেরে ফেলেছিলেন নিন্দুকরাই।
করণ-অর্জুন মোমেন্ট : এই ছবির আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল সালমানের ক্যামিও। টাইগার হিসেবে তিনি পাঠানকে বাঁচাতে এসেছিলেন। শাহরুখ এবং সালমানকে শেষবার করণ-অর্জুন সিনেমাতে অভিনয় করতে দেখেছিলেন ভক্তরা। দীর্ঘ সময় পেরিয়ে ফের দুই অভিনেতাকে একসঙ্গে একই ফ্রেমে দেখার লোভ সামলাতে পারেননি ভক্তরা। এটাও ছবি সফল হতে সাহায্য করেছে।