শুধু ‘পাসুরি’ নয়, পাকিস্তান থেকে চুরি করে এই ৫ বিখ্যাত গান বানিয়েছে বলিউড

5 Popular Bollywood Songs Which Are Actually Remake Of Pakistani Songs : হালফিলে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’ (Satya Prem Ki Katha) -য় অরিজিৎ সিং (Arijit Singh) এর গাওয়া ‘পাসুরি’ (Pasoori) গানটিকে নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে। এই গানের রিমেক একেবারেই পছন্দ হয়নি শ্রোতাদের। তবে জানেন কি পাসুরি শুধু একা নয়, এর আগেও বলিউড পাকিস্তান থেকে একাধিক গানের কপি (Bollywood Songs Copied From Pakistan) বানিয়েছে? সেগুলো কিন্তু বেশ হিটও হয়েছিল। এক নজরে দেখে নিন এই তালিকায় কোন কোন জনপ্রিয় গান রয়েছে।

মুন্নি বদনাম হুয়ি (Munni Badnaam Hui) : সালমান খানের ‘দাবাং’ (Dabangg) ছবির ‘মুন্নি বদনাম হুয়ি’ গানটা আইটেম গান হিসেবে দারুণ জনপ্রিয় হয়েছিল। গানের সঙ্গে মালাইকা অরোরা (Malaika Arora) -র নাচ খুবই পছন্দ করেছিলেন দর্শকরা। তবে এই গানটি আসলে ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত পাকিস্তানি ছবি ‘মিস্টার চার্লি’র ‘লারকা বদনাম হুয়া হাসিনা তেরে লিয়ে’ (Ladka Badnaam Hua) থেকে কপি করেছিল বলিউড।

Mera Piya Ghar Aaya

মেরা পিয়া ঘর আয়া (Mera Piya Ghar Aaya) : ‘ইয়ারানা’ ছবিতে মাধুরী দীক্ষিতের নাচের সঙ্গে ‘মেরা পিয়া ঘর আয়া’ গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। এই গানটিও আসলে পাকিস্তান থেকেই নেওয়া। গানটি লিখেছিলেন সুফি সাধক বাবা বুল্লাহ শাহ। বলিউড এই গানটিকে আইটেম গান হিসেবে উপস্থাপন করে।

তু চিজ বড়ি হে মস্ত মস্ত (Tu Cheez Badi Hai Mast Mast) : অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডনের ‘তু চিজ বড়ি হে মস্ত মস্ত’ গানটিও আসলে পাকিস্তানের জনপ্রিয় গানের রিমেক। সুফি গান ‘দম মস্ত কালান্দার মস্ত মস্ত’ (Dam Mast Qalandar Mast Mast) গানের রিমেক হিসেবে বানানো হয়েছিল এই গানকে। গানটি গিয়েছিলেন নুসরাত ফাতেহ আলী খানসহ নামী সংগীত শিল্পীরা।

Hawa Hawa

হাওয়া হাওয়া (Hawa Hawa) : এই গানটি ১৯৮৭ সালে পাকিস্তানের গায়ক হাসান জাহাঙ্গীর গেয়েছিলেন। তারপর বলিউড এই গানটিকে অর্জুন কাপুর এবং ইলিয়ানা ডি ক্রুজের ‘মুবারাকান’ ছবিতে ব্যবহার করার জন্য নতুনভাবে রিমেক করে।

Jannat

আরও পড়ুন : চুটিয়ে সহবাস করেও সিঙ্গেল, ৪০ পেরিয়েও বিয়ে করেননি বলিউডের এই ৫ অভিনেত্রী

জান্নাত (Jannat) : ইমরান হাসমির ছবির এই গানটি ব্যাপক হিট হয় ভারতে। আজও বলিউডের সেরা গানগুলোর মধ্যে এই গানটি অন্যতম। তবে এই গানটিও পাকিস্তানের গায়িকার রেশমা গাওয়া একটি গানের অনুপ্রেরণায় বানানো হয়েছে।

আরও পড়ুন : গালাগাল শুনবেন জেনেও ‘পসুরি’ গাইলেন কেন? অরিজিতের উত্তর জিতে নেবে মন