বাংলায় সুপারহিট কিন্তু হিন্দিতে সুপারফ্লপ! রিমেক বানিয়ে মুখ পুড়েছে এই ৫ সিরিয়ালের

Bengali Serial Remake In Hindi : বর্তমানে কমবেশি সকলেই সিরিয়াল দেখতে পছন্দ করে। তাই এমন কিছু ধারাবাহিক আছে যারা বাংলা টেলিভিশন চ্যানেলে ব্যাপক সাফল্যের পর তার রিমেক’ (Remake) তৈরি হয়েছে হিন্দি চ্যানেলে। কিন্তু রিমেক হওয়া মানেই যে সফল হবে তা কিন্তু নয়। এমন অনেক বাংলা ধারাবাহিক (Bengali Serial) আছে, যারা বাংলায় সুপারহিট, কিন্তু হিন্দি (Hindi Serial) ভাষায় রিমেক হয়ে সুপার ফ্লপ খেয়েছে। আজ দেখে নেওয়া যাক সেই সমস্ত ধারাবাহিক এর তালিকা।

পটল কুমার গানওয়ালা (Potol Kumar Gaanwala) – অনেকেরই পছন্দের একটি ধারাবাহিক ছিল পটল কুমার গানওয়ালা। ধারাবাহিকটি ২০১৫ সালে শুরু হয়, শেষ হয় ২০১৭ সালে। এখানে অভিনয় করেছেন হিয়া দে এবং জনপ্রিয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। বাংলাতে ছোট্ট মিষ্টি পটল মন কেড়ে নিলেও, মন কেড়ে নিতে পারেনি ‘কুলফি’। হিন্দিতে এই ধারাবাহিকের নাম ছিল, ‘কুলফি কুমার বাজেওয়ালা’।

MITHAI

মিঠাই (Mithai) – বাংলা টেলিভিশনের সবথেকে হিট সিরিয়ালগুলির তালিকায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে মিঠাই। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও সিড মিঠাইকে ভুলতে পারেনি দর্শক। মিঠাই সিরিয়ালটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে হিন্দি সহ একাধিক ভাষায় রিমেক করা হয়েছিল। হিন্দিতেও সিরিয়ালের নাম ছিল মিঠাই। কিন্তু তা বাংলার মিঠাইয়ের ধারেকাছেও আসতে পারেনি।

কে আপন কে পর (Ke Apon Ke Por) – স্টার জলসার এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলেন কে আপন কে পর। কাজের লোক থেকে উকিল হয়ে যাওয়া, বোম নিষ্ক্রিয় করা সহ একাধিক খেল দেখিয়েছিল জবা। জবার কান্ডকারখানার জেরে বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে সিরিয়ালটি। মেগা সিরিয়ালের তকমা সার্থক করে বেশ অনেকদিন ধরে চলেছিল ধারাবাহিকটি। এই সিরিয়ালের হিন্দি রিমেক ছিল ‘সাথ নিভানা সাথিয়া’র দ্বিতীয় সিজন। প্রথম সিজনটি হিট হলেও দ্বিতীয় সিজনটি একেবারেই চলেনি।

EKKA DOKKA

মোহর (Mohor) – স্টার জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক হল মোহর। যা শুরু হয়েছিল ২০১৯ এ আর শেষ হয়েছিল ২০২২ এ। বুঝতে পারছেন প্রায় তিন বছর টিভির পর্দায় বিরাজ করেছে। এহেন জনপ্রিয় ধারাবাহিক হিন্দি তে রিমেক হয় ‘শৌর্য অর অনোখী কী কাহানি’ (Sourya aur Anokhi Ki Kahani) নামে। বাংলাতে জনপ্রিয় হলেও হিন্দিতে সফল হতে পারেনি।

MERI MAA

আরও পড়ুন : দিদি-বোন দুজনেই কাঁপাচ্ছে সিরিয়ালের পর্দা! ‘কমলা’র দিদি স্টার জলসার জনপ্রিয় এই নায়িকা

মা (Maa) : এই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় বহুদিন রাজত্ব করেছিল। এই ধারাবাহিকে মা-মেয়ের বন্ধনকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই ধারাবাহিকের জনপ্রিয়তার পরই তা হিন্দিতে তৈরি হয়। তবে অবনীত কউর ও সায়ন্তনী ঘোষ অভিনীত ‘‌মেরি মা’‌ (Meri Ma)সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এবং শীঘ্রই এই ধারাবাহিকটি শেষ করে দেওয়া হয়। মালায়ালাম ভাষাতেও এই ধারাবাহিকটি হয়, যার নাম ছিল ‘‌আম্মা’‌।

আরও পড়ুন : আর নয় বাংলা সিরিয়াল! বস্তাপচা গল্প লেখা ছেড়ে নতুন পেশা নিলেন লীনা গাঙ্গুলী