জি বাংলা (Zee Bangla), স্টার জলসা এবং অন্যান্য চ্যানেলে আয়োজিত বিভিন্ন রিয়েলিটি শোগুলি কার্যত অনেকের ভাগ্য বদলে দিয়েছে। নাচ কিংবা গানের দক্ষতার পাশাপাশি এই মঞ্চ অনেকের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়। নাচের দুনিয়ার এই তারকারাই পরবর্তী দিনে অভিনয় জগতে সুযোগ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। এক ঝলকে দেখে নিন তাদের নাম।
রুবেল দাস (Rubel Das) : যমুনা ঢাকি (Jomuna Dhaki), নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিক খ্যাত অভিনেতা রুবেল দাস আজ বাংলার সেরা নায়কদের মধ্যে অন্যতম। তবে তার কেরিয়ার কিন্তু শুরু হয়েছিল নাচের হাত ধরে। জি বাংলার ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) -র প্রতিযোগী ছিলেন রুবেল। আর আজকে নাচের পাশাপাশি অভিনয়েও সকলকে মুগ্ধ করছেন তিনি।
অহনা দত্ত (Ahona Dutta) : স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিশকারও উত্থান হয়েছিল ডান্স বাংলা ডান্স থেকেই। বর্তমানে বাংলা সিরিয়ালের অন্যতম একজন সেরা খলনায়িকা তিনি। কিন্তু সেইসঙ্গে অহনা একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও বটে। অভিনয়ের আগে তার নাচ মুগ্ধ করেছিল দর্শকদের।
মোহনা মাইতি (Mohana Maiti) : ডান্স বাংলা ডান্সের আরেকজন জনপ্রিয় প্রতিযোগী মোহনাও এখন বাংলা সিরিয়ালের একজন সেরা নায়িকা। ডান্স বাংলা ডান্স শেষ হতে না হতেই তিনি গৌরী এল ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তার অভিনীত এই সিরিয়াল এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে।
মেঘা দাঁ (Megha Daw) : মোহনার পাশাপাশি ডান্স বাংলা ডান্সের আর এক প্রতিযোগী মেঘাও বাংলা সিরিয়ালে প্রবেশ করেন। ‘পিলু’ ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। ডান্স বাংলা ডান্সে তার নাচ দর্শকদের মুগ্ধ করেছিল।
আরও পড়ুন : মিঠুনের চোখের মণি, ডান্স বাংলা ডান্সের ‘হাম্পটি’র পরিচয় জানলে অবাক হবেন
ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha) : মিঠাই সিরিয়ালের নিপা ওরফে ঐন্দ্রিলা সাহারও কেরিয়ার শুরু হয়েছিল ডান্স বাংলা ডান্সের হাত ধরে। তিনি ছিলেন এই শোয়ের একজন খুদে সঞ্চালক। ডান্স বাংলা ডান্স জুনিয়রের সঞ্চালনা করে তার ভাগ্যের মোড় ঘুরে যায়। এরপর একে একে তিনি রানী রাসমণি, খনার বচন, মিঠাইসহ একাধিক ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান।
আরও পড়ুন : হিন্দি গানে অসাধারণ নাচলো ‘পান্তা ভাতের কুন্ডু’, দেখলে জুড়িয়ে যাবে চোখ