নীতা আম্বানির (Nita Ambani) এই ৫টি বহুমূল্য শাড়ি, যার দামে কেনা যায় লাক্সারি এপার্টমেন্ট। যার দাম শুনলে চমকে যাবেন আপনি। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির (Mukesh Ambani) স্ত্রী সাজগোজের ব্যাপারে বরাবরই সচেতন। দামি দামি শাড়ি এবং গয়নার সম্ভার আছে তার কাছে। বিভিন্ন অনুষ্ঠানে নজর কাড়ে নীতা আম্বানির বহু রত্ন খচিত বিভিন্ন শাড়ি। যেগুলো সাধারণ মানুষের সাধ্যের বাইরে। আজ আমরা আপনাদের দেখাবো নীতার সব থেকে সুন্দর এবং দামী ৫টি শাড়ি ও জানাবো সেগুলোর দাম।
পাটোলা শাড়ি : নীতার এই নীল এবং লাল রঙের ডিজাইনার পাটোলা শাড়ির দাম ১ লক্ষ ৭০ হাজার টাকা। শাড়িটির ডিজাইন করেছেন নবদীপ টুন্ডিয়া। একটি অনুষ্ঠানে নীতাকে এই শাড়ি পরতে দেখা গিয়েছিল।
হাতির দাঁতের শাড়ি : বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইনের হাতির দাঁতের এই শাড়িতে জারদৌসি, চিকনকারী, পাটোলাসিল্ক, ক্রিস্টাল, সিকুয়েন্স হ্যান্ড এমব্রয়ডারির কাজ আছে। দাম ৪ থেকে ৫ লক্ষ টাকা। নীতার সংগ্রহে থাকা সব থেকে দামী শাড়িগুলোর মধ্যে এটি অন্যতম।
জারদৌসি শাড়ি : আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনের এই শাড়িতে সোনালী এমব্রয়ডারি আছে। দাম ৫ লাখ টাকার বেশি। দেওর অনিল আম্বানির ছেলে আনমোল আম্বানির বিয়েতে এই শাড়িটি পরেছিলেন নীতা।
গুজরাটি পাটলা প্রিন্টের শাড়ি : গুজরাটের ঐতিহ্যবাহী এরকম পাটোলা প্রিন্টের শাড়ি খুব পছন্দ করেন নীতা। বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে এমন শাড়িতেই দেখা যায় তাকে। এরকম শাড়ির দাম ২ লাখ টাকার আশেপাশে।
আরও পড়ুন : সাধারণ ঘরের মেয়ে থেকে রাজরানী! কীভাবে মুকেশ আম্বানির স্ত্রী হলেন নীতা আম্বানি?
আরও পড়ুন : শাহজাহানের গয়না, কোহিনূরের মত দামি হীরে! কী কী গয়না রয়েছে নীতা আম্বানির কাছে?
কাঞ্জিভরম শাড়ি : গোলাপি রঙের এই শাড়িতে আছে সোনার তারের কাজ, পান্না রুবি পোখরাজ মুক্তোর মত পাথর বসানো, ব্লাউজের উপর দামি পেইন্টিং, এসব কারণে শাড়ির দাম ৪০ লক্ষ টাকা। এই কাঞ্জিভরম শাড়ি তৈরিতে ৩৬ জন কারিগর একসঙ্গে কাজ করেছিলেন। এই শাড়ি পরে বিশ্বের সবথেকে দামি শাড়ি হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে নাম তুলেছিলেন নীতা।