দাম শুনলে চোখ কপালে উঠবে! বলিউড তারকাদের পরা সবচেয়ে দামি ৫ পোশাকের দাম জানেন?

বলিউড (Bollywood) তারকাদের ক্যামেরার সামনে দাঁড়াতে গেলে ভারী মেকআপ নিতেই হয়। সেই সঙ্গে তারা যে পোশাক পরেন তাতে ফুটে ওঠে তাদের চরিত্রের ব্যক্তিত্ব। বড় বড় বাজেটের বড় বড় ছবিতে তারকাদের পোশাক নির্মাণের উপর বিশেষ ধ্যান দিয়েছিলেন নির্মাতারা। আজ এই প্রতিবেদনে রইল বলিউডের ৫ অভিনেতার পোশাকের দাম যেগুলোকে বলিউডের সবথেকে দামি পোশাক বলে বিবেচনা করা হয়।

মাধুরী দীক্ষিতের লেহেঙ্গা (Madhuri Dixit Lehenga) : দেবদাস ছবিতে মাধুরী দীক্ষিতকে অনেকগুলি দামি শাড়ি এবং লেহেঙ্গা পরানো হয়েছিল। তবে এর মধ্যে লাল রঙের সব থেকে দামি যে লেহেঙ্গাটি তিনি পরেছিলেন তার দাম এবং ওজন দুটোই ছিল বেশি। মাধুরীর এই লেহেঙ্গা বানাতে খরচ হয়েছিল ১৫ লক্ষ টাকা। লেহেঙ্গার ওজন ছিল ৩০ কেজি।

BAJIRAO MASTANI

দীপিকার মাস্তানি পোশাক (Deepika Padukone’s Mastani Dress) : ‘বাজিরাও মাস্তানি’তে দীপিকা পাড়ুকোনের পোশাকের উপরেও যথেষ্ট দৃষ্টি দিয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি। দীপিকা পাড়ুকোনের এই পোশাকের জন্য তার বাজেট ৫০ লক্ষ টাকারও বেশি ছিল বলে জানা যায়।

ঐশ্বর্য রাই বচ্চনের শাড়ি (Aishwarya Rai Bachchan’s Saree) : যোধা আকবর ছবিতে ঐশ্বর্যকে অনেক দামি শাড়ি পরানো হয়েছিল। এই ছবিতে ঐশ্বর্যের প্রত্যেকটি শাড়ির দাম ছিল দু লাখ টাকার উপরে। শাড়ির ডিজাইন করে দিয়েছিলেন নীতা লুল্লা।

RA ONE

শাহরুখ খানের নীল স্যুট (Shah Rukh Khan’s Blue Shuit) : রা ওয়ান ছবিতে শাহরুখ খান যে নীল স্যুটটি পরেছিলেন সেটা মনে আছে নিশ্চয়ই? এই পোশাক বিশেষভাবে বানানোর জন্য লস এঞ্জেলসে অর্ডার দেওয়া হয়েছিল। পোশাকের দাম ছিল প্রায় সাড়ে চার কোটি টাকা।

KAREENA KAPOOR

করিনা কাপুরের কালো শর্টস ড্রেস (Kareena Kapoor’s Black Short Dress) : কমবখত ইশক ছবিতে করিনা কাপুরকে একটি বিশেষ কালো ছোট পোশাক পরানো হয়েছিল। এই পোশাকটি তারিখ থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে বানিয়েছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। যার জন্য খরচ হয়েছিল ৪ লক্ষ টাকা।