মেকআপ ছাড়াই চকচক করবে মুখ, ত্বক ও চুলের যত্নে ব্যবহার করুন এই ফুল

উদ্ভিজ্জ যে কোনও অংশ আমাদের দেহের জন্য খুব উপকারি। আমরা সাধারণত একটি গাছের , কান্ড কিংবা মূল ব্যবহার করি ওষুধ বা স্বাস্থ্যকর খাবার হিসেবে। কিন্তু এমন কিছু গাছ রয়েছে যাদের ফুলগুলিও (Flowers) ত্বকের জন্য খুব উপকারি। এই গুলি ব্যবহার‌ করলে চটজলদি মিলবে ফল। এমনি কিছু ফুল নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

সূর্যমুখী ফুল (sunflower): সূর্যমুখী ফুল ভালো করে শুকিয়ে প্রথমে গোলাপ জল ও তারপরে দুধ মিশিয়ে নিতে হবে। এবার ঐ মিশ্রণটিকে ভালো করে মিক্সারে গ্ৰ্যান্ড করে নিতে হবে। তারপর ত্বকে লাগিয়ে নিতে হবে। এরফলে ত্বকের রং উজ্জ্বল হবে ও ট্যানিং দূর হবে।

ROSE FOR SKIN CARE

গোলাপ ফুল (rose): যারা ব্রণর সমস্যায় ভোগে তাদের জন্য গোলাপ ফুলের পাপড়ি বেটে ব্যবহার‌ করা উচিত। এছাড়াও ত্বক ময়েশ্চারাইজিং করে ও ত্বকে দাগ, ছোপ জাতীয় সকল প্রকারের সমস্যা দূর করে। তাই মাঝে মধ্যে এটা ব্যবহার করা যেতে পারে।

ওয়াটার‌ লিলি (Water lily): ওয়াটার লিলি ত্বকের নানা সমস্যা সমাধান করতে পারে। যেমন- ব্রণর‌ সমস্যা, ফুসকুড়ি, লালচেভাব ইত্যাদি। তবে‌ এটি ব্যবহার‌ করার জন্য একটি মাক্স তৈরি করতে হবে এই ফুল দিয়ে। তাহলেই সঠিকভাবে ব্যবহার করা যাবে।

LOTUS FOR SKIN CARE

পদ্মফুল (lotus): পদ্ম ফুলের একটি অ্যান্টিম্যাক্রোব্রিয়াল একটা বৈশিষ্ট্য রয়েছে। পদ্ম ফুল দিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকের রং বাড়িয়ে তোলে‌ এর ফলে ত্বক সব সময় উজ্জ্বল‌ থাকে। এছাড়াও পদ্ম ফুল ব্যবহার করলে অ্যান্টি অ্যাজিংয়ের সমস্যা দেখা দেয় না।

HIBISCUS FLOWER PLANT

হিবিস্কাস (Hibiscus): হিবিস্কাসে ক্যালশিয়াম, ফসফরাস, আয়রন ও ভিটামিন সি থাকে যা চুলকে মজবুত করতে সাহায্য করে। এর ঔষধি গুণ রয়েছে যা শুধু চুল নয়, শরীরের জন্যেও‌ খুব উপকারী। এই গাছের ফুল ও পাতা দুই খুব উপকারি।