Most Evil Mother In Laws Of Bengali Serials : সন্ধ্যা মানেই টিভির পর্দায় একাধিক ধারাবাহিক (Bengali Mega Serial)। আর এই সব ধারাবাহিকে বিভিন্ন জন বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হলো শাশুড়ির চরিত্র। কোনো ধারাবাহিকে শাশুড়ি রক্ষক তো কোনো ধারাবাহিকে শাশুড়ি আবার ভক্ষক। চলুন আজকে এমন কিছু শাশুড়ির কথা জেনে নিই যাদের নাম শুনলেই দর্শকরা রাগে ফুঁসতে থাকে।
মন দিতে চাই (Mon Dite Chai) : জি বাংলার আরেক জনপ্রিয় সিরিয়াল মন দিতে চাই।আর এই ধারাবাহিকের অন্যতম চরিত্র হলো তিতিরের সৎ শাশুড়ি মালিনী দেবী। এই ধারাবাহিকে টাকা ছাড়া কিছুই বোঝেন না তিনি। আর এই কারণে তার সঙ্গে তিতিরের সম্পর্ক আদায় কাঁচকলাই। তিনি সবসম়য় তিতিরকে বিপদে ফেলার চেষ্টা করেন।
নিম ফুলের মধু (Neem Phuler Madhu) : ইতিমধ্যেই বাবুর মা হিসাবে দর্শক মহলে নিজের পরিচিতি গড়ে নিয়েছেন পর্ণার শ্বাশুড়ি কৃষ্ণা। তিনি সবসময় চেষ্টা করে ছেলের বউকে দমিয়ে রাখার। যার ফলে ইতিমধ্যে বাবুর মা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েছেন।
কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha) : ‘ওমা এ কী কতা বাছা’, সিরিয়ালপ্রেমীরা এখন এই সংলাপ শুনলে চোখ বন্ধ করে একজনের মুখই দেখতে পান। জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শিমুলের শাশুড়ির। তার অসভ্য আচরণ, বউকে জ্বালানো এসব দেখে বেজায় ক্ষুব্ধ সকলেই। কিন্তু মানুষের এই সমালোচনাকেই নিজের অভিনয় জীবনের প্রাপ্তি বলে মনে করেন অভিনেত্রী।
ইচ্ছে পুতুল (Icche Putul) : জি বাংলার জনপ্রিয় সিরিয়াল হলো ‘ইচ্ছে পুতুল’। এখানেও নায়িকা মেঘের শ্বাশুড়িকে নেগেটিভ চরিত্রে দেখানো হচ্ছে। তিনি মেঘকে একদম পছন্দ করেন না। কারণ তার ছেলের বউ হিসাবে পছন্দ ছিলো মেঘের দিদিকে। তিনি পেশায় ডাক্তার হলেও আদতে বিচার বুদ্ধি দিয়ে মানুষকে বিচার করার কোন ক্ষমতাই নেই তার।
আরও পড়ুন বহু সময় পর আবার সিরিয়ালে ফিরছেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা, আসছে নতুন সিরিয়াল
বাংলা মিডিয়াম (Bangla Medium) : স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। আর এখানে নেগেটিভ চরিত্রে দেখা গেছে ইন্দিরার শাশুড়িকে। তিনি বিভিন্ন ভাবে ইন্দিরাকে ছোট করার চেষ্টা করেন যদিও তিনি সফল হন না।
আরও পড়ুন : একবার নয়, দুবার নয়! ২৫ বার বিয়ের পিঁড়িতে বসেছেন এই ভারতীয় অভিনেত্রী