Converted Actress Of South India : দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি (South Indian Film Industry) বলতে গেলে ভারতবর্ষের সিনেমা জগতের একটা বড় অংশ জুড়ে রয়েছে। বলিউড এবং কলিউড (Kollywood), বলতে গেলে এই দুই ইন্ডাস্ট্রি এখন দেশের সিনেমা বাজার কাঁপাচ্ছে। দক্ষিণের সুন্দরী অভিনেত্রীরা শুধু ভারতের নয়, বিদেশেও বিখ্যাত। কিন্তু এদের মধ্যে অনেকেই নিজের ধর্ম বদলেছেন। বদলে ফেলেছেন আসল নাম। এক নজরে দেখে নিন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সেই ধর্মান্তরিত অভিনেত্রী (Converted Actress) দের তালিকা।
জয়থিকা (Jyothika) : দক্ষিণের টপ নায়িকাদের মধ্যে জয়থিকা অন্যতম। তিনি দক্ষিণী সুপারস্টার সুরিয়ার স্ত্রী। তার আসল নাম সাদনা। তার বাবা এবং মা দুজনেই ছিলেন ভিনধর্মী। তাই তিনি দুই ধর্মই পালন করতেন ছোটবেলা থেকে। পরে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করে নেন।
খুশবু (Khushbu) : দক্ষিণী অভিনেত্রী খুশবুর আসল নাম নাখাত খান। তিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরে তিনি প্রযোজক সুন্দর সিকে বিয়ে করেন। বিয়ের পর তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন।
মনিকা (Manika) : এই দক্ষিণী সুন্দরীর বাবা ছিলেন হিন্দু এবং মা ক্যাথলিক খ্রিস্টান। তবে বাবা এবং মা দুজনের ধর্ম ত্যাগ করে বড় হয়ে মনিকা ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন এম জি রহিমা রাখেন।
নাগমা (Nagma) : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বলিউডে একসময় চুটিয়ে রাজত্ব করেছেন নাগমা। তার আসল নাম নন্দিতা অরবিন্দ মোরারজি। তিনি হিন্দু হলেও পরবর্তী দিনে খ্রিস্টধর্ম গ্রহণ করেন।
আরও পড়ুন : চুপিসারে বিয়ে সেরে ফেললেন ‘পুষ্পা’র শ্রীবল্লী! পাত্র কে? চমকে দেবে পরিচয়
নয়নতারা (Nayanthara) : এই মুহূর্তে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন নায়িকা হলেন নয়নতারা। ‘জওয়ান’ ছবির হাত ধরে তিনি সদ্য বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন। জন্মসূত্রে তিনি একজন খ্রিস্টান। তার আসল নাম ডায়ানা মারিয়াম কুরিয়েন। তিনি ২০১১ সালে হিন্দু ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম হয় নয়নতারা।
আরও পড়ুন : টলিউডে পা রাখার আগেই বড় সুযোগ! দক্ষিণী সিনেমার প্রস্তাব পেলেন ‘বেঙ্গল টপার’ নায়িকা