স্বার্থের জন্য মুসলিম থেকে হিন্দু হয়েছেন এই তারকারা, তালিকা দেখলে চমকে যাবেন

বলিউডের (Bollywood) অভিনেতা এবং অভিনেত্রীরা কার্যত তাদের অভিনয় দক্ষতার গুনে ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন। তবে জানেন কি, বলিউডে খ্যাতি পাওয়ার লোভে নিজের পরিচয় গোপন করে ইন্ডাস্ট্রির শীর্ষে রয়েছেন কারা? নিজের নাম পরিচয় গোপন করে মুসলিম নাম পরিত্যাগ করে হিন্দু নাম নিয়ে বছরের পর বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তারা। একটি দিনের তরেও তাদের পরিচয় নিয়ে সন্দেহ হয়নি দর্শকের মনে। এক নজরে দেখে নিন সেই তালিকাটা।

দিলীপ কুমার (Dilip Kumar) : বলিউডের ট্রাজেডি কিং হিসেবে পরিচিত দিলীপ কুমার ৬০-৭০ দশকে বলিউডের প্রথম সারির অভিনেতা ছিলেন। এই প্রজন্মের দর্শকরা আজও তার গুনগ্রাহী। তবে দিলীপ কুমার জন্মগত সূত্রে হিন্দু নন। ১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। অনেকেই মনে করেন দিলীপ কুমার হিন্দু ছিলেন। তবে তা সত্যি নয়। বলিউডে কাজ করার জন্য তাকে নাম পরিবর্তন করতে হয়েছিল।

MADHUBALA

মধুবালা (Madhubala) : দিলীপ কুমারের প্রসঙ্গ উঠলে তার সমকালীন অভিনেত্রী মধুবালার নাম উঠতেও বাধ্য। তার মত এমন সৌন্দর্য তৎকালীন সময়ে আর কোনও অভিনেত্রীরই ছিল না। মধুবালার আসল নাম মমতাজ জাহান দেহলভি। হ্যাঁ, দিলীপ কুমারের মতো মধুবালাও নিজের পরিচয় গোপন করে ছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি পরিচিতি পেয়েছিলেন। তবে খুব অল্প বয়সেই তার মৃত্যু হয়।

মীনা কুমারী (Meena Kumari) : বলিউডের ট্রাজেডি কুইন মীনা কুমারীও বলিউডে পা রাখার আগে নিজের নাম বদলেছেন। তার আসল নাম মেহেজাবিন বানো। বলিউডে পা রাখার আগে মেহজাবিন মীনা কুমারি নাম নেন।

Ajith

অজিত (Ajith) : শুধু নায়ক-নায়িকারা নন, পার্শ্বচরিত্রে অভিনেতা এবং খলনায়করাও তৎকালীন সময়ে নিজের নাম পরিচয় গোপন রাখতেন। ৭০-৮০ এর দশকের প্রখ্যাত খলনায়কদের মধ্যে অন্যতম ছিলেন অজিত। তার আসল নাম হামিদ খান আলী। হিন্দু ছিলেন না তিনি। অজিত নাম নিয়ে বলিউডে তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছেন।

SANJAY DUTTA

মান্যতা দত্ত (Manyata Dutt) : এই তালিকায় এই নামটি দেখে কি চমকে উঠলেন? সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও হিন্দু নন। সেটা তার নাম-পরিচয় দেখে বোঝাও যায় না। তার আসল নাম দিলনাওয়াজ শেখ। জন্ম দুবাইতে। বলিউডে পা রাখার জন্য নাম পরিচয় গোপন করে হিন্দু নাম নেন সঞ্জয় দত্তের স্ত্রী।