পাহাড়ি রাস্তায় ব্রিজের উপর দিয়ে উর্ধ্বশ্বাসে ছুটে চলেছে ট্রেন। ছুটন্ত ওই ট্রেনের ছাদেই নির্ভয়ে কোমর দোলাচ্ছেন সুন্দরী মালাইকা (Malaika Arora)। শাহরুখ খানের ‘দিল সে’ (Dil Se) ছবি এত বেশি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ ছিল মালাইকা আরোরার ওই ছাঁইয়া ছাঁইয়া নাচ। প্রজন্মের পর প্রজন্মের কাছে এখনও সমান জনপ্রিয় হয়ে রয়েছে গানটি। এই গানের সুবাদেই বলিউড ইন্ডাস্ট্রিতে উঠে এসেছিল মালাইকার নাম।
১৯৯৮ সালের মুক্তি পেয়েছিল ‘দিল সে’ ছবিটি। ২৪ বছর পেরিয়ে গানের শুটিং নিয়ে কিছু অজানা তথ্য তুলে ধরলেন মালাইকা। সম্প্রতি মালাইকাকে নিয়ে ‘মুভিং উইথ মালাইকা’ শো-তে প্রথম দিনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ছাঁইয়া ছাঁইয়া’ (Chaiyya Chaiyya) গানের কোরিওগ্রাফার ফারহা খান। তিনিই জানালেন এই গানের জন্য তিনি নাকি প্রথমে মালাইকাকে নিতেই চাননি। বরং তার নজরে ছিলেন বলিউডের অন্যান্য সুন্দরীরা।
ফারহা মালাইকাকে বলেন, “তুমি সেই ছাঁইয়া ছাঁইয়া নায়িকা। তবে তোমার আগে ৫ নায়িকা যদি চলন্ত ট্রেনের মাথায় উঠে নাচতে রাজি হত তাহলে তোমার ভাগ্যে শিকে ছিঁড়ত না।” এরপর ফারহা খোলসা করলেন তিনি বলিউডের কোন কোন পাঁচ নায়িকার দ্বারস্থ হয়েছিলেন এই গানটির জন্য এবং কেন তারা প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এই তালিকায় নাম রয়েছে শিল্পা শেট্টি থেকে শিল্পা শিরোদকরের।
ফারহা মালাইকাকে বলেন নাচের জন্য প্রথমেই তার মনে এসেছিল শিল্পা শেট্টির নাম। তিনি চেয়েছিলেন শিল্পাই এই আইটেম নাচটি করুন। শিল্পা তখন বলিউডের একজন নামী অভিনেত্রী ছিলেন। তবে চলন্ত ট্রেনের উপর নাচ করতে হবে জেনেই পিছিয়ে এসেছিলেন অভিনেত্রী। প্রস্তাব পাওয়া মাত্র ফিরিয়ে দেন শিল্পা। গানের দৃশ্য দেখানো হয় ট্রেনটি কখনও পাহাড়ের কোলে ঘেঁষে ছোট ব্রিজের উপর দিয়ে চলছে, কখনও আবার ছুটে চলেছে অন্ধকার টানেলের মধ্যে দিয়ে। শুটিংটা বেশ কঠিনই ছিল নাচের ক্ষেত্রে।
এরপর ‘ছাঁইয়া ছাঁইয়া’র প্রস্তাব নিয়ে বলিউডের আরও অভিনেত্রীদের দ্বারে দ্বারে ঘোরেন ফারহা। কিন্তু সকলেরই নাচের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দেখা দেয়। সেই অভিনেত্রীদের নাম নিতে চাননি ফারহা। তবে তাদের মধ্যে একজন ছিলেন শিল্পা শিরোদকর। শিল্পা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার কারণে আমাকে নেওয়া হয়নি শেষ পর্যন্ত। চেহারার কারণে সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছিল। সবই আমার কপাল।”
তবে এতে কিন্তু শাপে বর হয়েছিল মালাইকার। বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখে অভিনেত্রী হিসেবে বিশেষ সুনাম অর্জন করতে পারেননি তিনি। কিন্তু ‘ছাঁইয়া ছাঁইয়া’র পর আইটেম ডান্সার হিসেবে তাকে আর ঘুরে তাকাতে হয়নি। নাচের মাধ্যমে তিনি ছাপিয়ে গিয়েছিলেন বড় বড় অভিনেত্রীকেও। যখন এই গানটি মুক্তি পায় তখন এর ব্যাপক জনপ্রিয়তা দেখে বলিউডের সেই পাঁচ অভিনেত্রী আফসোস করেছিলেন বৈকি।