বাবার বিয়েতে জমিয়ে খেয়েছেন ভোজ, নিজের বাবার দ্বিতীয় বিয়ে দিয়েছেন বলিউডের এই ৫ তারকা

বলিউড (Bollywood) -এ এমন বেশ কিছু তারকা রয়েছেন যারা একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন। কেউ কেউ তো আবার বড় বড় সন্তানদের সামনেই ফের বিয়ের পিঁড়িতে গিয়ে বসেন। সেই তারকা সন্তানরাও কিন্তু বাবার বিয়ের ভোজ খেয়েছেন। মহা ধুমধাম করে সেই বিয়ের অনুষ্ঠানগুলোতে আনন্দ করেছেন। আজকের এই প্রতিবেদনে দেখুন সেই তারকা সন্তানদের তালিকা।

সানি দেওল (Sunny Deol) : ধর্মেন্দ্র (Dharmendra) হলেন বলিউড ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। তিনি তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেন হেমা মালিনী (Hema Malini) -কে। যদিও প্রথম প্রথম অবশ্য বাবার সিদ্ধান্তের সঙ্গে সহমত ছিলেন না সানি। যে কারণে বাবা-ছেলের মধ্যে সম্পর্কে অভিমান ভর করে। যদিও পরে হেমার সঙ্গে সানির বেশ ভালই সম্পর্ক তৈরি হয়ে যায়।

সারা আলি খান (Sara Ali Khan) : বাবার বিয়েতে সবথেকে বেশি মজা করতে দেখা গিয়েছিল সারা আলি খান (Saif Ali Khan) -কে। ২০১২ সালে সেইফ এবং করিনা কাপুর (Kareena Kapoor) -র বিয়ে হয়। সেই বিয়েতে সেজেগুজে হাজির হয়েছিলেন সারা। হলুদ রঙে লেহেঙ্গা পরে একেবারে নবাবী সাজে সেজে সকলের নজর কেড়ে নেন তিনি। এই বিয়েতে সেইফের প্রথম পত্নী অমৃতা যাননি, তবে তাদের দুই সন্তান সারা এবং ইব্রাহিম কিন্তু গিয়েছিলেন।

পূজা ভাট (Pooja Bhatt) : মহেশ ভাট (Mahesh Bhatt) -র প্রাক্তন স্ত্রী কিরণ ভাটের কন্যা হলেন পূজা। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগেই সোনি রাজদানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মহেশ। তারপর তাদের বিয়ে হয়। পূজাও হাজির ছিলেন বাবার দ্বিতীয় বিয়েতে।

Shahid Kapoor

শাহিদ কাপুর (Shahid Kapoor) : পঙ্কজ কাপুর এবং নীলিমার সন্তান হলেন শাহিদ কাপুর। তবে তাদের বিচ্ছেদের পর পঙ্কজ আবার বিয়ে করেন সুপ্রিয়া পাঠককে। এই বিয়েতে হাজির হয়েছিলেন শাহিদ নিজেও। সৎ মায়ের সঙ্গে তার খুব ভাল সম্পর্ক বলেই জানা যায়।

Arjun Kapoor

আরও পড়ুন : বিয়ে না করেই অন্তঃসত্ত্বা? ৫০ পেরিয়ে মা হতে চলেছেন মালাইকা, মুখ খুললেন অর্জুন কাপুর

অর্জুন কাপুর ‍(Arjun Kapoor) : শ্রীদেবী (Sridevi) -র সঙ্গে বনি কাপুর (Bony Kapoor) -র সম্পর্ক গড়ে উঠলে প্রথম প্রথম সেটা মেনে নিতে বেশ কষ্ট হয়েছিল বনির প্রথম পক্ষের সন্তান অর্জুনের। বাবার বিয়েতে মোটেও খুশি ছিলেন না অর্জুন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের বরফ গলে যায়। দুই সৎ বোন জাহ্নবী এবং খুশিকে আপন বোনের মতই স্নেহ করেন অর্জুন।

আরও পড়ুন : বাবা মুসলিম, মা হিন্দু, কিন্তু কোন ধর্ম অনুসরণ করেন সারা আলি খান?