পাকিস্তানের সেরা ৫টি সিরিয়াল, যেগুলো গোটা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভারতেও খুবই জনপ্রিয় হয়েছে এই কয়েকটি পাকিস্তানি ড্রামা। বছরের পর বছর ধরে চলার দীর্ঘমেয়াদী সিরিয়াল নয়, এক মাসের মেয়াদের এই পাকিস্তানি ড্রামা ধীরে ধীরে গোটা বিশ্বের পছন্দের তালিকায় চলে আসছে। এদের মধ্যে সেরা কোন কোনটি? দেখে নিন এক নজরে।
১. কাভি মে কাভি তুম (Kabhi Main Kabhi Tum) : পাকিস্তানের সব থেকে জনপ্রিয় সিরিয়াল এটি। এ আর ওয়াই ডিজিটাল চ্যানেলে ৩৪ পর্বের এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছিল এই বছরের জুলাই মাসে। সিরিয়ালটি এতটাই জনপ্রিয় হয় যে এর শেষ পর্বের সম্প্রচার করা হয় পাকিস্তানের সিনেমা হল গুলোতে। করাচি, লাহোর, ইসলামাবাদসহ বিভিন্ন শহরের হলে টিকিট বুকিং করে সিরিয়ালের লাস্ট এপিসোড দেখতে গিয়েছিলেন দর্শকরা।। এই গল্পটি আইএমডিবিতে ৯.১ নম্বর পেয়েছে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তফা এবং হানিয়া আমির।
২. পারিজাদ (Parizaad) : ২০২১ সালের জুলাই মাস থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হাম টিভিতে সম্প্রচার হয়েছিল পারিজাদ। সহজ, সরল ও পরিশ্রমী যুবক পারিজাদ কীভাবে বারবার পরাজিত এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েও নিজের আস্থার প্রতি অবিচল থাকে সেই গল্প ফুটে উঠেছিল এই সিরিয়ালে। প্রধান চরিত্রে অভিনয় করেন আহমেদ আলী আকবর।
৩. আলিফ (Alif) : প্রেম এবং পারিবারিক গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে আধ্যাত্মিকতা। ২০১৯ সালের অক্টোবর মাসে জিও টিভিতে সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়ালটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পেহেলাজ হাসান, হামজা আলি আব্বাসী, সজল আলি এবং অন্যান্যরা।
৪. সুনো চন্দা (Suno Chanda) : পাকিস্তানের অন্যতম জনপ্রিয় একটি টিভি সিরিয়াল ছিল এটি যার প্রথম সিজনের সম্প্রচার হয়েছিল ২০১৮ সালে। পরের সিজনের সম্প্রচার হয় পরের বছরই। মুখ্য চরিত্রে অভিনয় করেন ইকরা আজিজ এবং ফারহান সাঈদ।
আরও পড়ুন : ওটিটিতে মুক্তি পাচ্ছে বছরের সেরা এই ৫ সিনেমা, না দেখলে চরম মিস
আরও পড়ুন : উত্তম কুমারের নাতনিকে বিয়ে করেও কেন টিকলো না সংসার? মুখ খুললেন ভাস্বর চ্যাটার্জী
৫. হামসাফার (Humsafar) : এটি একটি বেশ পুরনো পাকিস্তানি ড্রামা কিন্তু এখনও দর্শকদের খুবই প্রিয়। ২০১১ সালে মুক্তি পেয়েছিল এই সিরিয়ালটি। মুখ্য চরিত্রের অভিনয় করেন ফাওয়াদ খান এবং মাহিরা খান। পরে এই দুই অভিনেতা বলিউডেও বেশ জনপ্রিয়তা পান।