Bengali Serial : বাংলা সিরিয়াল, দর্শকদের বিনোদনের অনেক বড় একটা মাধ্যম। আজ এই ওটিটির যুগেও সন্ধ্যে থেকে রাত অব্দি বাংলার ঘরে ঘরে যে টিভি সিরিয়ালগুলো চলে সেগুলো যাদের লেখা গল্পের উপর ভর করে তৈরি হয় তাদের অবদান কিছু কম নয়। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন ৫ জন প্রধান গল্প লেখক রয়েছেন। যাদের কলম থেকে বেরিয়েছে বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালের গল্প। তাদের সঙ্গে পরিচয় করে নিন।
লীনা গঙ্গোপাধ্যায়
Leena Gangopadhyay : লীনা গঙ্গোপাধ্যায়কে চেনেন না আজ বাংলা সিরিয়ালপ্রেমীদের মধ্যে এমন খুব কম মানুষই রয়েছেন। ইচ্ছেনদী, নকশি কাঁথা, ফাগুন বউ, ইষ্টিকুটুম, কেয়া পাতার নৌকা, শ্রীময়ী ইত্যাদি একাধিক জনপ্রিয় সিরিয়ালের গল্প লিখেছেন তিনি। বর্তমানে ইচ্ছে পুতুল, জল থৈ থৈ ভালোবাসা, কার কাছে কই মনের কথা সিরিয়ালগুলোর গল্প লিখছেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায়কে ছাড়া বাংলা সিরিয়াল বলতে গেলে একপ্রকার অচল।
অর্ক গঙ্গোপাধ্যায়
Arka Ganguly : মায়ের লেখা গল্পের উপর ভর করে একের পর এক সিরিয়াল বানাচ্ছেন পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায়। হ্যাঁ ঠিকই ধরেছেন। তিনি লীনা গাঙ্গুলীর ছেলে। হিন্দি এবং বাংলা সিরিয়ালে মিলেমিশে কাজ করছেন তিনি। ইচ্ছে পুতুল, কার কাছে কই মনের কথাতে কাজ করছেন তিনি। অর্ক নিজেও একজন স্ক্রিপ্ট রাইটার।
স্নেহাশীষ চক্রবর্তী
Snehasis Chakraborty : ব্লুজ প্রোডাকশনের কর্ণধার এবং পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীর লেখা গল্প মানেই টিআরপি মেটেরিয়াল। আঁচল, খোকাবাবু, টাপুর টুপুর, ভজ গোবিন্দ, মাধবীলতা, খুকুমণি হোম ডেলিভারি থেকে শুরু করে জগদ্ধাত্রী, গীতা এলএলবি, যোগমায়া, তারই লেখনী থেকে বেরিয়েছে একের পর এক জনপ্রিয় সিরিয়ালের গল্প। ইন্ডাস্ট্রিতে তার পরিচয় ‘ভগবানের মত দাদা’।
সুশান্ত দাস
Sushanta Das : স্টার জলসার মেগা হিট ‘কে আপন কে পর’ সুশান্ত দাসের লেখা। বছরের পর বছর চলে সুশান্ত দাসের লেখা এক একটি সিরিয়াল। জি বাংলাতে তার মেগা হিট ছিল কৃষ্ণকলি। তিতলি, আলতাফড়িং, বাংলা মিডিয়াম সিরিয়ালের গল্প তারই লেখা। এখন তিনি তোমাদের রাণীর গল্প লিখছেন।
আরও পড়ুন : সরকারি চাকরিও ফেল! এই টিভি অভিনেত্রীদের পারিশ্রমিক শুনলে পিলে চমকে যাবে
আরও পড়ুন : দীপা, পর্ণা সবাই ফেল! দর্শকদের বিচারে বাংলা সিরিয়ালের সেরা নায়িকা কে?
সাহানা দত্ত
Sahana Dutta : গোয়েন্দা গিন্নি, ভুতু, আমলকি, জয়কালী কলকাত্তাওয়ালী, আয় তবে সহচরীর মত জনপ্রিয় সিরিয়ালের গল্প লিখেছেন শাহানা দত্ত। সেই সঙ্গে তিনি সিনেমা এবং বাংলা ওয়েব সিরিজের গল্প লেখেন। তার লেখনীতে গোয়েন্দা গিন্নি এতটাই হিট হয়েছিল যে দর্শকরা আজও এর পার্ট টু দাবি করেন।