স্টার জলসা, জি বাংলা, সান বাংলা, কালার্স বাংলা, এই চ্যানেলগুলিতে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হয়, সেগুলি কোনও না কোনও প্রোডাকশন হাউজের তরফ থেকে সম্প্রচারিত হয়। টিআরপি কমে গেলে সেই ধারাবাহিকগুলিকে বন্ধ করে প্রোডাকশন হাউসের তরফ থেকে নতুন ধারাবাহিক চালু করা হয়। এবার একটি বা দুটি নয়, নামিদামি প্রোডাকশন হাউসের তরফ থেকে জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত হতে চলেছে চার চারটি নতুন ধারাবাহিক।
কোনও ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে তার টিআরপি। টিআরপি তালিকায় যদি কোনও ধারাবাহিক পিছিয়ে যায় তাহলে সেই ধারাবাহিকটিকে বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল। এই মুহূর্তে যেমন বন্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে ফেব্রুয়ারি মাসে।
একদিকে যেমন জি বাংলার রাঙা বউ, খেলনা বাড়ি শেষ হয়ে গেছে তেমন অন্যদিকে শুরু হয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘আলোর কোলে’ সহ বেশ কিছু নতুন ধারাবাহিক। এবার জি বাংলার দর্শকদের জন্য এসে গেল আরো একটি সুখবর। একটি বা দুটি নয়, নতুন চার চারটি ধারাবাহিক আসতে চলেছে জি বাংলার পর্দায়।
কোন কোন প্রযোজনা সংস্থার তরফ থেকে ধারাবাহিকগুলি সম্প্রচারিত হবে, সেই নামগুলি ইতিমধ্যেই সামনে উঠে এসেছে। প্রথমে জানা গিয়েছিল, ব্লুজ প্রোডাকশন, সুব্রত রায়ের প্রোডাকশন এবং বাংলা টকিজের তরফ থেকে তিনটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায়। এবার সেই তালিকায় যুক্ত হল অর্গানিক স্টুডিওর নাম।
সুব্রত রায়ের প্রোডাকশনের তরফ থেকে ইতিমধ্যেই জি বাংলায় দুটি ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল যে দুটি হল ‘রাণী রাসমণি’ এবং ‘ভানুমতির খেল’। ব্লুজ প্রোডাকশনের তরফ থেকে জি বাংলায় সম্প্রচারিত হয় ‘জগদ্ধাত্রী’, যে ধারাবাহিকটি বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়ে আসছে। এই প্রোডাকশনের হাউজের আরেকটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘গীতা এলএলবি’ যেটি দেখানো হয় স্টার জলসায়।
আরও পড়ুন : কন্ট্র্যাক্ট শেষ, তলানিতে TRP! রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! ‘বঁধুয়া’কে স্লট দিতে রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল
এবার আসা যাক অর্গানিক স্টুডিওর কথায়। এই প্রোডাকশন হাউজের তরফ থেকে ইতিমধ্যেই ‘মিঠিঝোরা’ সম্প্রচারিত হচ্ছে জি বাংলায়। এই ধারাবাহিক টিআরপি বেশ উর্ধ্বগামী। এবার জি বাংলায় আরো একটি নতুন ধারাবাহিক নিয়ে আসতে চলেছে অর্গানিক স্টুডিও। এই মুহূর্তে জি বাংলাতে মিলি সিরিয়ালেরও টিআরপি কিছু আহামরি নয়। টিআরপিতে ধুঁকছে মন দিতে চাইও। তাই নতুন সিরিয়াল এলে টিআরপিতে পিছিয়ে থাকা এই সিরিয়ালগুলোর উপরেই যে কোপ বসবে তা নিশ্চিত।