বর্তমানে বাংলার সব সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে টিআরপি (TRP)। বিশেষ করে করোনা পরবর্তী সময় থেকে টিআরপির উপর গুরুত্ব দিয়েই চলছে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি। সিরিয়াল থেকে শুরু করে রিয়েলিটি শো, সকলেই প্রথম থেকে টিআরপির পেছনে দৌড়াতে শুরু করেছে গত দুই বছর ধরে।
জি বাংলা (Zee Bangla) হোক কিংবা স্টার জলসা, যত ভাল কনটেন্টের সিরিয়াল আসুক না কেন টিআরপি দেখে তবে নির্ধারণ করা হয় সিরিয়ালগুলির ভাগ্য। এখন টিআরপি তালিকা নজর রাখলে দেখা যাবে সেরা দশের তালিকায় সেরা ৫ এর মধ্যে জি বাংলারই বেশিরভাগ সিরিয়াল রয়েছে। তবে স্টার জলসাও কিন্তু কম যাচ্ছে না।
স্টার জলসার সিরিয়ালগুলো ধীরে ধীরে টিআরপি বাড়াতে শুরু করেছে। কিছু কিছু সিরিয়াল তো আবার জি বাংলার স্লট লিডার সিরিয়ালকেও ছাপিয়ে যেতে শুরু করেছে। এমতাবস্থায় দর্শকদের ধরে রাখার জন্য নতুন কিছু সিরিয়াল আনার পরিকল্পনা করেছে জি বাংলা। খুব শীঘ্রই আসছে এই তিন সিরিয়াল।
জি বাংলা নিজস্ব প্রোডাকশন হাউজের সিরিয়াল ফুলকির আসার খবর তো আগেই জেনেছেন দর্শকরা। এই সিরিয়ালটি মিঠাই সিরিয়ালের স্লটে আসবে। আর বড়জোর একমাস বাদেই মিঠাই সিরিয়ালের পথচলার অবসান হবে। তারপরে আসবে নতুন এই সিরিয়াল ফুলকি।
এছাড়া ব্লুজ প্রোডাকশনের একটি নতুন সিরিয়াল আসতে চলেছে জি বাংলাতে। এই সিরিয়ালের নায়িকা হবেন জনপ্রিয় ‘স্ত্রী’ সিরিয়ালের নায়িকা নেহা আমনদীপ। নতুন এই ধারাবাহিকের নায়ক কে হবেন তা জানা যায়নি এখনও। আরেকটি সিরিয়াল আসবে ক্রিস্টাল রিংস প্রোডাকশন হাউজের তরফ থেকে। এই সিরিয়ালের হিরো হিরোইনের পরিচয় পাওয়া যায়নি এখনও।
আরও পড়ুন : নায়িকা থেকে সোজা পার্শ্বচরিত্র, স্টার জলসার এই সিরিয়ালে ফিরছেন তৃণা সাহা
মোটকথা স্টার জলসাকে টেক্কা দেওয়ার জন্য জি বাংলা কোমর বেঁধে নামছে। তবে যতদূর জানা যাচ্ছে আইপিএল শেষ না হওয়া পর্যন্ত ব্লুজ এবং ক্রিস্টাল রিংসের তরফ থেকে নতুন সিরিয়ালের কাজে হাত দেওয়া হচ্ছে না। তবে ফুলকি ধারাবাহিকের শুটিং কিন্তু শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন : বিকেল ৫টা থেকে রাত ১১টা, বদলে গেল স্টার জলসার সব সিরিয়ালের টাইম স্লট