বন্ধ হল তিন-তিনটি নতুন ধারাবাহিকের শুটিং! কলাকুশলীদের মাথায় হাত

বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়ালের (Bengali Serial) শুটিং। এবার শোনা যাচ্ছে আসন্ন তিনটি সিরিয়ালের শুটিং নাকি শুরুর আগেই বন্ধ হল। ফেডারেশন এবং চ্যানেলের মতানৈক্যের কারণেই নাকি এই বিপদ দেখা দিয়েছে। খবর শুনে মাথায় হাত কলাকুশলীদের।

ফেডারেশনের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের গন্ডগোল নতুন কিছু নয়। প্রায় সময় ইন্ডাস্ট্রির অভ্যন্তরে এমন সমস্যা দেখা দেয়। কাজ বন্ধ থাকে দিনের পর দিন। আলোচনার মাধ্যমে আবার সাময়িক ধামাচাপা দিয়ে শুরু হয় কাজ। কিন্তু ফেডারেশনের সঙ্গে চ্যানেলের নতুন যে গোলযোগ দেখা দিয়েছে তাতে তিন তিনটি সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই তিনটি সিরিয়াল আসার কথা ছিল কালার্স বাংলায়। তবে ঠিক সিরিয়াল নয়, এই তিনটি নতুন প্রজেক্টের সময়সীমা ছিল বাঁধাধরা। ১০০ পর্বের এই ৩ টি সিরিয়াল আর পাঁচটা গতানুগতিক সিরিয়ালের তুলনায় ছিল আলাদা।

Colours bangla

আসলে বর্তমানে দর্শকরাও ঠিক আগেকার মত দীর্ঘমেয়াদি সিরিয়াল পছন্দ করছেন না। বেশিরভাগ সিরিয়াল টিআরপির অভাবে মাত্র কয়েক মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। আসলে দর্শকরাও টেনে নিয়ে যাওয়া সিরিয়ালের গল্প দেখতে চাইছেন না। তাই সেই কারণেই মেগা সিরিয়ালের ধারণা বদলে দিয়ে ১০০ পর্বের নতুন ধরনের ৩ টি সিরিয়াল আনার সিদ্ধান্ত হয়েছিল। দীপাবলীর সময় সাময়িকভাবে বন্ধ ছিল কাজ। কিন্তু এখন শোনা যাচ্ছে সিরিয়ালগুলির শুটিং এখনও শুরু হয়নি।

আরও পড়ুন : কেন বাংলা সিরিয়াল দেখছেন না দর্শকরা? চোখে আঙুল দিয়ে দেখালেন রান্নাঘরের সুদীপা

Colours bangla

আরও পড়ুন : দুর্দান্ত টিআরপি সত্ত্বেও কেন বন্ধ হচ্ছে নিম ফুলের মধু? জেনে নিন আসল কারণ

এই তিনটি প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্টের প্রযোজক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন ১০০ পর্বের ধারাবাহিকের শুটিং দুদিন ধরে বন্ধ আছে। চ্যানেল এবং ফেডারেশনের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এটাই প্রযোজক হিসেবে জয়দীপ এর প্রথম ধারাবাহিক। তাই তিনি খুবই আশাবাদী এই কাজ নিয়ে। আরেকটি ধারাবাহিকের প্রযোজক সৌরভ চক্রবর্তীও একই কথা বলছেন। তৃতীয় ধারাবাহিকের প্রযোজক পথিকৃৎ সেনগুপ্ত। ১০০ পর্বের হরর কমেডি আনছেন তিনি। এই তিনটি সিরিয়াল এলে বলাই যায় নতুন কিছু আসতে চলেছে বাংলা সিরিয়ালের পর্দায়।