শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের প্রবল চাপ এবার অনেকটাই কমবে। কারণ তিনটি নতুন লোকাল ট্রেন চালু হচ্ছে এই রুটে। অফিস টাইমে যাতে যাত্রীদের চাপ কমাতে শিয়ালদা দক্ষিণ শাখায় দুটি নতুন লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে আরও একটি ট্রেন চলবে। শিয়ালদহ দক্ষিণ ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে এই সুখবর। নতুন এই ট্রেনগুলো কখন কোন স্টেশন থেকে ছাড়বে জেনে নিন।
শিয়ালদহ ডিভিশনে চলবে তিনটি নতুন লোকাল ট্রেন
শিয়ালদহ দক্ষিণ ডিভিশনের থেকে সোনারপুর বালিগঞ্জ এবং ডায়মন্ড হারবার এর মধ্যে রোজ অনেক যাত্রী যাতায়াত করেন। তাই এই রুটে তিনটে নতুন EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এই তিনটি ট্রেনের সময়সূচী হল,
সোনারপুর থেকে ডায়মন্ড হারবার : প্রত্যেকদিন ভোর ৫ টার সময় সোনারপুর থেকে রওনা দেবে। ৬ টা ৫ মিনিটে ডায়মন্ড হারবারে পৌঁছাবে।
ডায়মন্ড হারবার থেকে সোনারপুর : ডায়মন্ড হারবার পৌঁছানোর পর আবার সোনারপুরে ফিরে আসবে এই ট্রেনটি। প্রত্যেকদিন সকাল ৬ টা ৩০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছেড়ে ৭টা ৫৬ মিনিটে বালিগঞ্জে এসে পৌঁছাবে। তারপর বালিগঞ্জ থেকে ৮টা ১৪ মিনিটে ছেড়ে সোনারপুরে পৌঁছাবে সকালে ৮টা ৩৩ মিনিটে।
আরও পড়ুন : UPI এর ৫ টি নতুন নিয়ম, না মানলে বন্ধ হবে Phonepe Google Pay
আরও পড়ুন : বেড়ে গেল ট্রেন টিকিটের দাম! নতুন ভাড়া কত হলো?
বদলে গেল ট্রেনের সময়সূচী
৩৪৮৮২ নম্বর সোনারপুর ডায়মন্ড হারবার লোকাল ট্রেনের সময়সীমা এগিয়েছে। ৪টে ৫০ মিনিটে সোনারপুর থেকে ছাড়ার বদলে ৪টে ৪০ মিনিটে ছাড়বে। এই ট্রেনটি ৫ টা ৪৫ মিনিটে ডায়মন্ড হারবারে পৌঁছাবে। এছাড়াঝ দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ রুটে ৫টা নতুন ট্রেন চালু করেছে শিয়ালদহ বিভাগ। এতে বালিগঞ্জগামী যাত্রীরা বেশ উপকার পাচ্ছেন।