শুধু হিন্দি নয়, এই ৩ বাংলা ছবিতেও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জানেন ছবিগুলোর নাম?

অমিতাভ বচ্চনের হিট লিস্টে আছে এই ৩ বাংলা ছবি, রইল তালিকা

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির শাহেনশা তিনি। তবে কলকাতার সঙ্গে রয়েছে তার প্রেমের সম্পর্ক। বলিউডে পা রাখার আগে একসময় কলকাতাতেই একটি সংস্থায় কাজ করতেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আর তারপর এখানেই তিনি খুঁজে পান তার প্রথম প্রেমিকাকে। তবে সেই সম্পর্ক ভেঙে গেলেও অমিতাভ বচ্চনের ঘরণী কিন্তু হয়েছেন এই বাংলারই মেয়ে জয়া ভাদুড়ী (Jaya Bhaduri)

শুধু প্রেম নয়, অমিতাভের কর্মজীবনের সঙ্গেও জড়িয়ে আছে কলকাতা এবং টলিউড (Tollywood)। বলিউডের পাশাপাশি তিনি বেশকিছু বাংলা সিনেমাতেও কাজ করেছেন। আসলে বাংলার জামাইবাবু বলে কথা। অমিতাভের স্ত্রীও বলিউডের পাশাপাশি টলিউডের একজন নামী নায়িকা। তাই বলিউডের পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রিতেও তো অমিতাভের কিছু অবদান থাকবেই।

AMITABH BACHCHAN

আসলে বর্তমানে যেমন টলিউড তারকারা একের পর এক বলিউড কিংবা সাউথ সিনেমাতে অভিনয় করছেন, তেমনই বলিউডের স্বর্ণযুগের শিল্পীরাও অন্যান্য আঞ্চলিক বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। অমিতাভের হাতেও তিনটি বাংলা ছবির প্রস্তাব গিয়েছিল। বলিউডের মতো টলিউড ইন্ডাস্ট্রিতেও হিট ছিলেন অমিতাভ। এক নজরে দেখে নিন তার অভিনীত বাংলা ছবিগুলির তালিকা।

জবান (Jaban) : ১৯৭২ সালের মুক্তিপ্রাপ্ত জবান ছবিটি ছিল অমিতাভ বচ্চন অভিনীত প্রথম বাংলা ছবি। পলাশ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন শমিত ভঞ্জ। অমিতাভ অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন এই ছবিতে। তাকে নিষিদ্ধপল্লীর দালালের ভূমিকায় দেখা গিয়েছিল।

Anusandhan

অনুসন্ধান (Anusandhan) : শক্তি সামন্ত পরিচালিত ১৯৮১ সালের ‘অনুসন্ধান’ ছবিটি ছিল অমিতাভের কেরিয়ারের সুপারহিট বাংলা ছবি। এই ছবিতে আমজাদ খান এবং রাখি গুলজারও অভিনয় করেছিলেন। উল্লেখ্য এই ছবির ডাবিং কিন্তু অমিতাভ নিজেই করেছিলেন। অর্থাৎ তিনি নিজেই তার বাংলা সংলাপগুলি বলেছিলেন। বাংলাতে ছবিটি হিট হলেও এই ছবির হিন্দি ভার্সন ফ্লপ হয়ে যায়।

Ora Kara

আরও পড়ুন : লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে, কঠিন রোগ নিয়েও কিভাবে ফিট থাকেন অমিতাভ?

ওরা কারা (Ora Kara) : অমিতাভ বচ্চন অভিনীত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। ছবির প্রোমোশনে কোনও কার্পণ্য রাখেননি তারকারা। তবে বিদেশি ঘরানার সাসপেন্স থ্রিলারধর্মী এই ছবিটি বাংলাতে তেমন চলেনি। এই সিনেমাতে অমিতাভের সঙ্গে ছিলেন ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্ররা।

আরও পড়ুন : বিয়ের আগে জয়াকে কোন শর্ত দিয়েছিলেন অমিতাভ? সত্যিটা ফাঁস করলেন জয়া