আসছে ১৮টি নতুন বাংলা সিনেমা। বলিউড এবং সাউথকে টেক্কা দিয়ে এবার দর্শক টানবে টলিউড (Tollywood)। বাংলা সিনেমার দর্শকদের কথা মাথায় রেখে এবার ১৮ টি নতুন আনার পরিকল্পনা করেছে এসকে মুভিজ (Eskay Movies)। একটা বা দুটো নয়, একসঙ্গে ১৮টি সিনেমা কবে কোথায় মুক্তি পাবে জেনে নিন।
করোনা পরবর্তী সময় থেকেই বাংলা সিনেমার বাজার খারাপ। তারকাদের রীতিমত দর্শকদের অনুরোধ করতে হয় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য। দক্ষিণী সিনেমা এবং বলিউড এখন বাজারে জাঁকিয়ে বসে আছে। বাংলা সিনেমা দেখার জন্য দর্শকদের রীতিমত ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’, ‘টিকিট কেটে ছবি দেখুন’, এরকমভাবেও অনুরোধ করতে হয়েছে দেব, প্রসেনজিতের মত তারকাদের।
বর্তমান যুগ হল ওটিটির যুগ। সিনেমা থেকে ওয়েব সিরিজ সবই এখন এখানেই পাওয়া যায়। এসকে মুভিজ তাই একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবার আর একটা দুটো করে সিনেমা নয়, বছরে ১৮ টি ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই প্রযোজনা সংস্থা। এর মধ্যে পারিবারিক সিনেমা থেকে থ্রিলার-সাসপেন্স, সবই থাকবে।
আরও পড়ুন : বহু বছর পর পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী! স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল
এসকে মুভিজের তরফ থেকে জানানো হয়েছে ২০২৫ সাল জুড়ে ১৮ টি সিনেমা মুক্তি পাবে তাদের তরফ থেকে। এই বছর পুজোয় তাই তারা কোনও সিনেমা রিলিজ করেননি। কয়েকটি সিনেমার শুটিং এবং ডাবিং এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে মুক্তির দিন এখনো ঠিক হয়নি।
আরও পড়ুন : কীভাবে শেষ হবে নিম ফুলের মধুর গল্প? দেখুন অন্তিম পর্বের বিশেষ আপডেট
এছাড়াও এসকে মুভিজের তরফ থেকে জানানো হয়েছে ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের তরফ থেকে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম এনেছে তারা। একগুচ্ছ নতুন সিরিজ এখানেও দেখতে পাবেন দর্শকরা। আর তাছাড়া এখন যেমন হইচই, ক্লিক, আড্ডাটাইমস রয়েছে, ভবিষ্যতে এরকম আরও বাংলা ওটিটি প্ল্যাটফর্ম আসবে। কাজেই বিনোদনের মাত্রা আরও বাড়বে।