ব্যাক টু ব্যাক ১২টি নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে ওটিটিতে, রইল সম্প্রচারের দিনক্ষণ

এখন দর্শকদের কাছে বিনোদনের অনেক বড় মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্লাটফর্মগুলো। কমেডি, রোমান্স থেকে ক্রাইম, সাসপেন্স, থ্রিলার কী নেই আজকের এই ওটিটি জগতে? এখন সিরিয়াল এবং সিনেমা ছেড়ে এই সমস্ত ওয়েব সিরিজের প্রতিই সাধারণের আগ্রহ বেড়েছে। ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ১২টি নতুন হিন্দি ওয়েব সিরিজ (12 Upcoming Hindi Web Series)। এক নজরে দেখে নিন এই তালিকা।

অসুর সিজন ২ (Asur Season 2) : ২০২২ সালে মুক্তি পেয়েছিল মাইথোলজিকাল সাসপেন্স থ্রিলার ধর্মী এই ওয়েব সিরিজটি। এই সিরিজে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ার্শি, বরুণ সোবতি, রিধি ডোগরা অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং অন্যান্যরা। এই সিরিজের প্রথম সিজন দর্শকদের মধ্যে রীতিমত সাড়া ফেলে দিয়েছিল। তারা অধীর আগ্রহে আসল অসুরের পরিচয় জানার জন্য ব্যাকুল ছিলেন এতদিন। আগামী মার্চ মাসে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ভুটে মুক্তি পেতে চলেছে অসুর সিজন ২।

ফ্যামিলি ম্যান সিজন ৩ (Family Man Season 2) : মনোজ বাজপেয়ির ফ্যামিলি ম্যানের প্রত্যেকটি সিজন দারুণ হিট হয়েছিল। পরপর দুটি সিজনে ঝড় তোলার পর আসছে আরও একটি নতুন সিজন। ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনে একেবারে শেষের দিকে যেমনটা দেখানো হয়েছিল তা থেকে আন্দাজ করা যায় করোনা মহামারীর সময় উত্তর-পূর্ব রাজ্যগুলিতে চীনের আক্রমণের গল্প এবার তুলে ধরা হতে পারে। এই সিরিজটি মুক্তি পেতে চলেছে ২০২৩ এর দ্বিতীয় অর্ধে।

মির্জাপুর সিজন ৩ (Mirzapur Season 3) : অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা কিছু কম নয়। সিরিজটি ক্রাইম, যৌনতা ও অ্যাকশন দৃশ্যের জন্য সর্বাধিক জনপ্রিতা পেয়েছে। প্রথম দুটি সিজনের ব্যাপক জনপ্রিয়তার পর অনুমান করা হচ্ছে গুড্ডু ভাইয়া, কালেন ভাইয়া, মুন্না, গোলুরা শীঘ্রই আবার ফিরবে। সম্ভবত এই বছরের মুক্তি পাবে নতুন এই সিজনটি।

মেড ইন হেভেন সিজন ২ (Made In Heaven Season 2) : শোভিতা ধুলিপালা, অর্জুন মাথুর, জিম শরভ, শিবানি রঘুবংশী, শশাঙ্ক আরোরা, কল্কি কোয়েচলিনদের নিয়ে এই ওয়েব সিরিজের প্রথম পার্ট দর্শকরা বেশ উপভোগ করেছেন। এবার এই সিরিজের নতুন একটি সিজন আসছে বলে জানা যাচ্ছে। অ্যামাজন প্রাইম ভিডিওতে খুব শীঘ্রই আসছে নতুন এই সিজন।

পাতাল লোক ২ (Pataal Lok) : জয়দীপ আহলাওয়াত, অভিষেক ব্যানার্জী, নীহারিকা, লিরা দত্ত, স্বস্তিকা মুখার্জি অভিনীত এই সিরিজটিও বেশ ভালই সাড়া পেয়েছিল দর্শকদের থেকে। এটি একটি ক্রাইম সাসপেন্স থ্রিলার ধর্মী সিরিজ এবং ওটিটিতে এরকম সিরিজের বেশ জনপ্রিয়তা আছে। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে নতুন সিজন।

স্ক্যাম ২০০৩ (Scam 2003) : স্ক্যান ১৯৯২ এর জনপ্রিয়তার পর এবার হংশাল মেহতা স্ক্যাম ২০০৩ এর গল্প পর্দায় আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে এখনও এই নতুন সিরিজের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। শীঘ্রই এটি সোনি লিভ প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

স্যুপ (Soup) : অভিষেক চৌবের ডার্ক কমেডি নির্ভর ক্রিমিনাল ওয়েব সিরিজ হতে চলেছে স্যুপ। এই সিরিজে মনোজ বাজপেয়ী, কঙ্কনা সেন শর্মা অভিনয় করবেন। নেটফ্লিক্সে সম্প্রতি এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। শীঘ্রই সম্পূর্ণ ওয়েব সিরিজটিও মুক্তি পেতে চলেছে।

FARZI

ফরজি (Farzi) : শাহিদ কাপুর এই প্রথমবার সিনেমা ছেড়ে ওয়েব সিরিজের দুনিয়াতে প্রবেশ করতে চলেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে এই নতুন ওয়েব সিরিজ। এখানে শাহিদ কাপুর ছাড়াও রাশি খান্না, বিজয় সেতুপতি অভিনয় করেছেন। আগামী ১০ই ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে।

দ্য রেলওয়ে ম্যান (The Railway Man) : যশরাজ ফিল্মস এন্টারটেইনমেন্টের আওতায় আসতে চলেছে এই ওয়েব সিরিজটির যেখানে ভোপাল গ্যাস দুর্ঘটনার কাহিনী তুলে ধরা হবে। ২০২৩ সালের প্রথম ভাগে মুক্তি পেতে চলেছে সিরিজটি। এই সিরিজে অভিনয় করেছেন আর মাধবান, কে কে মেনন, দিব্যেন্দু শর্মা, বাবিল খানরা।

পঞ্চায়েত সিজন ৩ (Panchayat Season 3) : ২০২৩ সালের এই ওয়েব সিরিজের জন্য দর্শকদের মধ্যে সবথেকে বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দুটি সিজনে মন জয় করে নিয়েছেন জিতেন্দ্র কাপুর। এবার এর নতুন একটি সিজন আসতে চলেছে ২০২৩ সালের এপ্রিল কিংবা মে মাসের দিকে।

Tiwari-web-series

তিওয়ারি (Tiwari) : এই বছর উর্মিলা মাতন্ডকরও ওয়েব সিরিজের দুনিয়াতে পা রাখতে চলেছেন। প্রথম সিরিজের ক্রাইম থ্রিলারধর্মী গল্পে তার এন্ট্রি হবে। একটি মা এবং মেয়ের গল্পকে ঘিরে আবর্তিত হয়েছে এই সিরিজটি। এই সিরিজের মুক্তির দিন এখনও জানানো হয়নি।

ইন্ডিয়ান পুলিশ ফোর্স (Indian Police Force) : এই বছর বলিউডের অনেক তারকা ওটিটিতে ডেবিউ করছেন। তাদের মধ্যে সিদ্ধার্থ মালহোত্রাও রয়েছেন। সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি, বিবেক অভিনয়দের নিয়ে শীঘ্রই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে রোহিত শেঠির আইকনিক কপ ইউনিভার্সের এই ওয়েব সিরিজ।