Bollywood Celebrities Married Twice : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ তারকারই সংসার বেশিদিন টেঁকে না। বিয়ে হতে না হতেই বলিউড তারকাদের বিচ্ছেদের খবর মেলে অনেক ক্ষেত্রে। তবে এর মাঝেও ইন্ডাস্ট্রিতে এমন কিছু তারকা রয়েছেন যাদের বৈবাহিক সম্পর্কের বন্ডিং দেখলে চোখ জুড়িয়ে যায়। ইন্ডাস্ট্রিতে এমন ৫ জুটি রয়েছেন যারা দুবার বিয়ে করেছেন ঠিকই, কিন্তু দ্বিতীয় বিয়েটাও করেছেন একই ব্যক্তিকে। ভিন্ন ভিন্ন রীতি মেনে ২ বার বিয়ের পিঁড়িতে বসেছেন এই ১০ বলিউড সেলিব্রিটি। দেখুন তালিকা।
প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস (Priyanka Chopra Jonas and Nick Jonas) : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছেন বিদেশি পপ সিঙ্গার নিক জোনাসকে। তাদের বিয়েটা হিন্দু এবং খ্রিস্টান উভয়মতেই হয়েছে। প্রথমে তাদের বিয়ে হয় উদয়পুরে, হিন্দু রীতিনীতি মেনে। এরপর নিকের ধর্ম অনুসারে খ্রিস্টান মতেও বিয়ে করেন তারা।
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং (Deepika Padukone And Ranveer Singh) : দীপিকা এবং রণবীর হলেন বলিউডের অন্যতম সুখী কাপল। রণবীর সিং সিন্ধি পরিবারের ছেলে। আর দীপিকা হলেন কোঙ্কনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। বিয়ের সময় দুই পরিবারের রীতি মেনে দুই ভাবেই বিয়েটা করেছিলেন দীপিকা ও রণবীর।
রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা (Riteish Deshmukh and Genelia D’souza) : রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজাও আলাদা আলাদা ধর্মের মানুষ। রিতেশ হিন্দু এবং জেনেলিয়া খ্রিস্টান। যখন তাদের বিয়ে হয় তখন হিন্দু এবং ক্যাথলিক উভয় রীতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল।
মৌনি রায় এবং সুরজ নাম্বিয়ার (Mouni Roy and Suraj Nambiar) : বাঙালি নায়িকা মৌনি রায় হিন্দি টেলিভিশন এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তিনি বিয়ে করেছেন সুরজ নাম্বিয়ার নামের এক ব্যবসায়ীকে। সুরজ দক্ষিণ ভারতীয় বংশোদ্ভুত। তাই বাঙালি এবং দক্ষিণ ভারতীয় উভয় মতেই তাদের বিয়ে হয়।
আরও পড়ুন : বাঙালি অভিনেত্রীকে কাজ দেয়নি বলিউড, কোথায় হারিয়ে গেলেন ‘পরদেশ’ ছবির নায়িকা?
হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্টানকোভিচ (Hardik Pandya and Natasa Stankovic) : ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটারও নিজের স্ত্রীকে দুইবার বিয়ে করেছেন। স্বামী-স্ত্রীর ধর্ম ভিন্ন, তাই হিন্দু এবং খ্রিস্টান উভয় মতেই তাদের বিয়ে হয়েছে।
আরও পড়ুন : ভবিষ্যতের সুপারস্টার! টলিউডের তারকা সন্তানরা কে কোন স্কুলে পড়াশোনা করছে?