কেউ ৪০-এ, কেউ ৭০-এ, চুটিয়ে সহবাসের পর বিয়ে করেছেন ৩ বাঙালিসহ এই ১০ তারকা

প্রেম কার্যত বয়সের বাধা মানে না। আর বলিউড (Bollywood) তারকারা বিয়ের ক্ষেত্রেও বয়সের সীমায় বিশ্বাস রাখেন না। আজ এই প্রতিবেদনে রইল বলিউডের সেই ১০ তারকা তালিকা যাদের কেউ ৪০, কেউ‌ ৬০ থেকে ৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন। এই তালিকায় তিন বাঙালি তারকার নামও রয়েছে। চট করে দেখে নিন এই তালিকা।

নিনা গুপ্ত এবং বিবেক মেহরা (Neena Gupta And Vivek Mehra) : এই তালিকায় প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন নিনা গুপ্ত এবং বিবেক মেহেরা। বলিউডের এই অভিনেত্রী কম বয়সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ের আগেই কন্যা সন্তানের জন্ম দেন। তারপর থেকে কিন্তু তিনি একাই ছিলেন। অবশেষে ৫৪ বছর বয়সে তিনি বিবেক মেহরাকে বিয়ে করেন।

KAREENA SAIF AND TAIMUR

সাইফ আলি খান এবং করিনা কাপুর খান (Saif Ali Khan And Kareena Kapoor Khan) : বলিউডের এই তারকা দম্পতি হলেন অন্যতম জনপ্রিয় তারকা জুটি। অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর বহু বছর অপেক্ষা করে ফের করিনা কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সইফ। ততদিনে তার বয়স ৪০ পেরিয়েছে। আর করিনাও ৩৫ বছর বয়স পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেন।

রানী মুখার্জী এবং আদিত্য চোপড়া (Rani Mukherjee And Aditya Chopra) : রানী ও আদিত্য দীর্ঘদিন প্রেম করার পর তবে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রানীকে বিয়ের আগে বিবাহিত ছিলেন আদিত্য। তার প্রথম স্ত্রী তাকে ডিভোর্স দিতে চাননি। অবশেষে আইনগতভাবে বিচ্ছেদ নিয়ে ৪৩ বছর বয়সের আদিত্য ৩৬ বছর বয়সী রানীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।

KABIR AND PERVEEN

কবীর বেদী এবং পারভিন দোসাঞ্জ (Kabir Bedi And Perveen Doshanz) : ৭০ বছর বয়সে বিয়ের রেকর্ডও রয়েছে বলিউডে। তেমন একজন মানুষ হলেন কবীর বেদী। তিনি সাত বছর আগে বিয়ে করেছিলেন পারভিনকে। জানলে অবাক হবেন পারভীন বয়সে কবিরের মেয়ে পূজা বেদীর থেকেও ছোট। পারভিন হলেন কবিরের চতুর্থ স্ত্রী।

DOLON AND DEEPANKAR

দীপঙ্কর দে এবং দোলন রায় (Deepankar Dey And Dolon Roy) : দীপঙ্কর দে ও দোলন রায়ও রয়েছেন এই তালিকায়। তারা টলিউডের সব থেকে বয়স্ক দম্পতি যারা বেশি বয়সে বিয়ে করেছিলেন। বিয়ের আগে ২২ বছরের সম্পর্ক ছিল তাদের মধ্যে। ২০২০ সালে যখন তারা বিয়ের পিঁড়িতে বসেন তখন দীপঙ্করের বয়স ছিল ৭৫ বছর এবং দোলন রায়ের ৪৯ বছর।