অবশেষে অনুষ্ঠিত হলো জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে জি বাংলার সবকটি ধারাবাহিকের মধ্যে থেকে বাছাই করে নেওয়া হলো শ্রেষ্ঠ চরিত্রগুলোকে। সংসারে সেরা বৌ, বৌমা, দেওর, ননদ, ছেলে, মেয়েদের ভাগ করা অসম্ভব। এমন অসাধ্যও সাধন করেছেন চ্যানেল কর্তৃপক্ষ। যার ফলে হাড্ডাহাড্ডি লড়াই সব বিভাগে। দেখে নেওয়া যাক কোন ধারাবাহিকের ঝুড়িতে কোন কোন পুরষ্কার গেল।
করুণাময়ী রানী রাসমণি
শ্রেষ্ঠ ধারাবাহিকের পুরষ্কার পেয়েছে এই ধারাবাহিক।পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাণীমা,সেরা জামাইয়ের পুরষ্কার পেয়েছেন মথুরামহণ,সেরা সহ অভিনেতার পুরস্কার পান গদাধর,সেরা দেওরের পুরষ্কার পান ভূপাল এবং জি ফাইভের সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিকের খেতাব পায় এই ধারাবাহিক।
কৃষ্ণকলি
সোনার সংসারে সেরা সংসারের শিরোপা জিতে নেয় চৌধুরী পরিবার।প্রিয় বৌমার শিরোপা জেতেন শ্যামা,প্রিয় নায়কের পুরষ্কার জেতেন নিখিল,সেরা খলনায়িকা শিরোপা পান রাধা রানী, সেরা খলনায়কের শিরোপা পান অশোক, সেরা মেয়ের শিরোপা পায় কৃষ্ণা, সেরা ছেলের শিরোপা পান নিখিল এবং সবশেষে সেরা জুটির শিরোপা পায় নিখিল এবং শ্যামা।
যমুনা ঢাকি
সেরা অভিনেত্রীর শিরোপা রানীমার সাথে যুগ্ম ভাবে পেলেন যমুনা।এছাড়া প্রিয় বাবা হন গঙ্গা ঢাকি,প্রিয় শাশুড়ি হন অনুরাধা রায়,প্রিয় শ্বশুর হলেন কেদার রায়,প্রিয় বর পেলেন সঙ্গীত,প্রিয় বৌমা পেলেন যমুনাও,সেরা সহ অভিনেত্রীর শিরোপা পেলেন বিন্দুবাসিনী,প্রিয় ননদ হলেন গীতা,
কি করে বলবো তোমায়
এবছর প্রিয় বউয়ের খেতাব পেলেন রাধিকা,প্রিয় নায়ক হলেন কর্ন,সেরা খলনায়িকা পেলেন পায়েল সেন এবং সেরা জুটির খেতাব জিতলেন কর্ন এবং রাধিকা। অন্যদিকে জি বাংলা ২০২১ ফেসবুক জনপ্রিয় মুখ হয়েছেন রাধিকা।
আলো ছায়া
এবারের এই অনুষ্ঠানে প্রিয় বউয়ের খেতাব জিতেছেন আলো।
ফিরকি
এবারের সোনার সংসারে সেরা মায়ের খেতাব জিতলেন লক্ষ্মী। এছাড়াও সেরা নতুন সদস্যের পুরষ্কার নিয়েছেন মিঠাই-সিধ, ঝিলম-তূর্ণ, সংকল্প-প্রিয়ম, অপু-দীপু, পরি-অপূর্ব এবং ছোট্ট সারদা।
একনজরে সেরার তালিকা
সেরা ধারাবাহিক– রাণী রাসমণি
সেরা সংসার– চৌধুরী পরিবার (কৃষ্ণকলি)
প্রিয় শ্বশুর– কেদার রায় (যমুনা ঢাকি)
প্রিয় শাশুড়ি– অনুরাধা রায় (যমুনা ঢাকি)
প্রিয় বাবা– গঙ্গা ঢাকি (যমুনা ঢাকি)
প্রিয় মা– লক্ষ্মী (ফিরকি)
প্রিয় বর– সঙ্গীত (যমুনা ঢাকি)
প্রিয় বৌ– রাধিকা (কী করে বলব তোমায়), আলো (আলোছায়া)
প্রিয় বৌমা– যমুনা (যমুনা ঢাকি), শ্যামা (কৃষ্ণকলি)
প্রিয় নায়ক– কর্ণ (কী করে বলব তোমায়), নিখিল (কৃষ্ণকলি)
সেরা নায়িকা– রানিমা, যমুনা (রাণী রাসমণি, যমুনা ঢাকি)
সেরা সহ অভিনেতা- গদাধর (রাণী রাসমণি)
সেরা সহ অভিনেত্রী– বিন্দুবাসিনী (যমুনা ঢাকি)
প্রিয় ননদ– গীত (যমুনা ঢাকি)
প্রিয় দেওর– ভূপাল (রাণী রাসমণি)
প্রিয় খলনায়ক– অশোক (কৃষ্ণকলি)
প্রিয় খলনায়িকা– পায়েল সেন (কী করে বলব তোমায়), রাধারানি (কৃষ্ণকলি)
সেরা জামাই– মথুর (রাণী রাসমণি)
সেরা ছেলে– নিখিল (কৃষ্ণকলি)
সেরা মেয়ে– কৃষ্ণা (কৃষ্ণকলি)
সেরা জুটি– কর্ণ-রাধিকা (কী করে বলব তোমায়), নিখিল-শ্যামা (কৃষ্ণকলি)
সেরা নতুন সদস্য– মিঠাই-সিড, ঝিলম-তূর্ণ, সংকল্প-প্রিয়ম, অপু-দীপু, পরি-অপূর্ব, ছোট্ট সারদা
জি ৫-এ সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক– করুণাময়ী রাণী রাসমণি
জি বাংলা ২০২১ ফেসবুক জনপ্রিয় মুখ- স্বস্তিকা দত্ত (রাধিকা, কী করে বলব তোমায়)