

কয়েক মাস আগে জি বাংলা (Zee Bangla) থেকে বিদায় নিয়েছে যমুনা ঢাকি (Jomuna Dhaki)। সিরিয়াল বন্ধ হওয়ার পাশাপাশি যমুনা এবং সংগীতের জুটিটাকেও মিস করতে শুরু করেন দর্শকরা। এই ধারাবাহিকে নায়ক-নায়িকার ভূমিকায় ছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস (Rubel Das)। বাংলা টেলিভিশনের সুন্দরী নায়িকা এবং সুদর্শন নায়ক এখনও পর্যন্ত নতুন কোনও ধারাবাহিকের ফেরার খবর জানাননি। তবে শ্বেতা ভট্টাচার্য তার একান্ত ব্যক্তিগত জীবনের কিছু সত্যি তুলে ধরলেন ভক্তদের জন্য।
প্রেম করছেন যমুনা ঢাকি। এটা কোনও অদ্ভুত কথা নয় মোটেও। তবে সাধারণত ইদানিং নায়ক-নায়িকারা তাদের প্রেমের কথা স্বীকার করতে চান না। তবে শ্বেতা সেই দলে পড়েন না। সত্যিই যে তিনি এক বিশেষ সম্পর্কে আবদ্ধ সেকথা আনন্দবাজারের কাছে অকপটে বলতে দ্বিধা করেননি। পর্দার মত পর্দার বাইরেও সংগীত ওরফে রুবেল দাসের সঙ্গেই সম্পর্কে আবদ্ধ শ্বেতা।
অভিনেত্রী জানিয়েছেন তাদের মধ্যে সম্পর্ক ১৫ বছরের পুরনো। ১৫ বছর আগে থেকেই তারা বন্ধু। তারা একসঙ্গে নাচ শিখেছেন। কিছুদিন আগেই শ্বেতার ১০ বছরের পুরনো প্রেম ভেঙে গিয়েছে। অন্যদিকে রুবেলও তার পুরনো সম্পর্কের ইতি ঘটিয়ে বেরিয়ে এসেছেন। যমুনা ঢাকিতে একসঙ্গে অভিনয় করতে করতেই নাকি তাদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয়।
শ্বেতাকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন রুবেল। সেই প্রস্তাবে সায় ছিল শ্বেতারও। দুই পরিবারের মধ্যে সম্পর্কটাও বেশ ভাল। অভিনেত্রীর জন্মদিনে তার ঘর সাজিয়ে দেন রুবেল। তার আগে রুবেলের জন্মদিনটাও উদযাপন করেন শ্বেতা। শ্বেতা তার জন্মদিনেই রুবেল এবং পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ‘ফ্যামিলি’ লিখে সম্পর্কের কথা প্রথম স্বীকার করেন।
শ্বেতা আনন্দবাজারকে জানিয়েছেন, “রুবেল আমার কাছের মানুষ। আমার প্রতিটি পছন্দকে মূল্য দেয়। ও আমার পরিবারের সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছে। কিন্তু আমরা এখনই এই সম্পর্ককে কোনও সীলমোহর দিতে চাইছি না।” অন্যদিকে রুবেলকে এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তর এড়িয়ে যান। তিনি বলেন সহ-অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে যেদিন তিনি নিশ্চিত হবেন সেদিনই সকলকে জানাবেন।
যমুনা ঢাকি এবং সংগীত যে বাস্তবই প্রেম করছে সে কথা জেনে ভক্তরা তো দারুণ খুশি। তারা আরও খুশি এই ভেবে যে লুকিয়ে চুরিয়ে নয়, আকারে ইঙ্গিতে প্রেমের কথা একপ্রকার স্বীকার করে নিয়েছেন শ্বেতা ও রুবেল। বাংলা ছোট পর্দার জনপ্রিয় মুখ তারা। ভবিষ্যতে হয়ত আরও অন্যান্য ধারাবাহিকে অভিনয় করবেন। ‘যমুনা ঢাকি’তে তাদের যেমন কেমিস্ট্রি দেখেছিলেন দর্শকরা বাস্তবেও তেমনই সম্পর্ক গড়ে উঠেছে জেনে দর্শকরা বেশ খুশি।