যীশু নয়, জি বাংলার সারেগামাপার নতুন সঞ্চালক হলেন এই জনপ্রিয় টলিউড অভিনেতা

জি বাংলার (Zee Bangla) সারেগামাপা (Sa Re Ga Ma Pa) আবার আসছে এক নতুন সিজন নিয়ে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে গানের দুনিয়ার প্রতিভাদের প্রতিভা বিকাশে জায়গা করে দেয় এই প্ল্যাটফর্ম। বিগত প্রায় এক দশক ধরে সারেগামাপা প্রায় সব বয়সের শিল্পীদের প্রতিভা বিকাশের মঞ্চ হয়ে উঠেছে। এবার ফের সারেগামাপার নতুন সিজন শুরু হচ্ছে।

জি বাংলাতে সদ্যই শেষ হয়ে যাবে দাদাগিরি। এবার থেকে প্রতি সপ্তাহের শনি এবং রবিবার দাদাগিরির জায়গায় সারেগামাপা সম্প্রচারিত হবে। এই রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা আবির চ্যাটার্জি (Abir Chatterjee)। ইতিমধ্যেই আসন্ন শোয়ের প্রচার হিসেবে একের পর এক প্রোমো প্রকাশ করা হয়েছে চ্যানেলের তরফ থেকে।

কোনও প্রোমোতে দেখা যাচ্ছে নববিবাহিত দম্পতিদের গানের জলসা বসেছে। আবির চ্যাটার্জি সেখানে লাল পাঞ্জাবীতে সেজে হাজির হয়েছেন। ক্যামেরা তার দিকে আসতেই তিনি বলেন, “গান থাক জীবন জুড়ে আসছে সারেগামাপা”। এরপর আরও এক নতুন টিজার এল প্রকাশ্যে। সেখানে দেখা যাচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে গান গেয়ে ঘুম পাড়াচ্ছেন মা। সেখানে ক্যাজুয়াল টি-শার্টে দেখা গেল আবিরকে।

দু-দুটি প্রোমো ভিডিও দেখে দারুণ খুশি হলেন দর্শকরা। যদিও সঞ্চালকের ভূমিকায় যীশু সেনগুপ্তকেই আশা করেছিলেন তারা। এবার সেই জায়গায় আবির চ্যাটার্জিকে দেখে মন ভেঙেছে তাদের। এর আগে সারেগামাপাতে সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলাতেন যীশু। তবে মাঝে তিনি জি বাংলা ছেড়ে স্টার জলসার সুপার সিঙ্গারের মঞ্চে সঞ্চালক হিসেবে উপস্থিত হয়েছিলেন।

সারেগামাপাতে গত বছরেও সঞ্চালকের জায়গায় যীশুকে ফিরিয়ে আনা হয়নি। এ বছরেও যীশুর বদলে আবিরকেই সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে দেখে নেটিজেনদের একাংশ দারুণ রেগে গিয়েছেন। চ্যানেলের তরফ থেকে প্রোমো শেয়ার করা হলেও কবে থেকে এই শোয়ের সম্প্রচার শুরু হবে তা জানা যায়নি। যদিও দর্শকদের অনুমান দাদাগিরি ফাইনাল পর্বের সম্প্রচারের পর থেকেই সারেগামাপা সেই জায়গা দখল করে নেবে।