নেই কুটকাচালি, পরকীয়া, জি বাংলায় ছোটদের নতুন ধারাবাহিক মন জয় করে ফেলল দর্শকদের 

একঘেয়ে পরকীয়া, কুটকাচালি, শাশুড়ি-বৌমার অশান্তি, নায়ক-নায়িকার বারবার বিয়ে দেখতে দেখতে কার্যত বাংলা ধারাবাহিকের উপর থেকেই আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করেছেন দর্শকদের একাংশ। বর্তমানে তাই নিত্যনতুন স্বাদের ধারাবাহিক আনতে বাধ্য হচ্ছে চ্যানেলগুলো। এবার আর পরকীয়া, কুটকাচালি নয়, ছোটদের নিয়ে মজার ধারাবাহিক আনছে জি বাংলা (Zee Bangla)।

শীঘ্রই জি বাংলায় পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক বোধিসত্ত্বের বোধবুদ্ধি (Bodhiswatter Bodhbuddhi)। স্টার জলসাকে টেক্কা দিতে এবার খুদে অভিনেতার কাঁধে ভর দিতে চলেছে জি বাংলা। এই ধারাবাহিক আর পাঁচটা সাধারণ ধারাবাহিকের মত হবে না। ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ করা হয়েছে তা থেকেই বেশ স্পষ্ট এই যে বোধিসত্ত্বের বোধবুদ্ধিতে বেশ খুশিই হবেন দর্শকরা।

ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে এসে গিয়েছে বোধিসত্ত্বের বোধবুদ্ধির নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে স্কুলের ক্লাস রুমে পড়া ধরছেন মাস্টারমশাই। আরশোলার বিজ্ঞানসম্মত নাম জিজ্ঞেস করাতে বোধিসত্ত্ব একের পর এক বৈজ্ঞানিক নাম বলে চলেছে। পড়াশোনাতে সে বেশ মেধাবী তা কিন্তু বোঝাই যাচ্ছে। এরপর সে বলে আরশোলা হল অত্যন্ত নিরীহ প্রাণী। পরিবেশের ক্ষতি করলেও মানুষকে কামড়ায় না।

এদিকে ততক্ষণে তার নিজের খাতার উপরেই একটি আরশোলা এসে বসেছে দেখে ‘মাস্টারমশাই বাঁচান’ বলে বেঞ্চ টপকে ক্লাসরুমে ছুটতে শুরু করে দেয় বোধিসত্ত্ব। বোঝাই যাচ্ছে আরশোলা কোনও ক্ষতি করে না জানলেও সে কিন্তু এই প্রাণীটিকে বেশ ভয় পায়। ধারাবাহিকের গল্পের আঁচ পেয়ে ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকরা। এই নতুন প্রোমো আরও একবার মন জয় করে নিল তাদের।

Bodhisattwor-Bodhbuddhi-

এই ধারাবাহিকে সবথেকে বড় পাওনা হতে চলেছে শিশু শিল্পীদের অভিনয়। বিশেষত বোধিসত্ত্বকে ইতিমধ্যেই পছন্দ করে ফেলেছেন দর্শকরা। চ্যানেলের তরফ থেকে এখনও ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ জানানো হয়নি। আপাতত তাই চ্যানেলের ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।