এই তারিখ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে সর্বজয়া, প্রকাশ্যে এল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা, বাংলার দুই প্রধান টেলিভিশন চ্যানেলে আপাতত নতুন ধারাবাহিকের জয় গান শুরু হয়েছে। নিত্য নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে বিদায় নিচ্ছে পুরনো ধারাবাহিকগুলো। ইতিমধ্যেই এই দুই চ্যানেলের একাধিক পুরনো ধারাবাহিকের জায়গায় এসেছে নতুন বাংলা সিরিয়াল। এদিকে চ্যানেলের সঙ্গে সংঘর্ষের জেরে ব্লুজ প্রোডাকশনের একের পর এক ধারাবাহিক এখন বন্ধের মুখে।

এই মুহূর্তে স্টার জলসা এবং জি বাংলাতে ব্লুজ প্রোডাকশনের আওতায় যে ক’টি ধারাবাহিক চলছে সব গুলিই বন্ধের মুখে। ‘খুকুমণি হোম ডেলিভারি’ গত ১লা মে শেষ হয়ে গিয়েছে। এবার ‘গঙ্গারাম’, ‘খেলাঘর’ ‌এবং ‘যমুনা ঢাকি’র শেষ হওয়ার পালা। তারই মাঝে এবার আরও এক ধারাবাহিক শেষ হওয়ার খবর মিলেছে। দেবশ্রী রায়ের (Debashree Roy) ‘সর্বজয়া’ও (Sharbojoya) এবার শেষ হতে চলেছে বলে জানা গেল।

Debashree Roy is being Trolled for her Character on Zee Bangla Sharbojoya

প্রায় এক দশক পরে এই ধারাবাহিকের হাত ধরে ক্যামেরার সামনে ফিরেছিলেন দেবশ্রী রায়। টলিউডের সুন্দরী অভিনেত্রীকে আবার ক্যামেরার সামনে ফিরতে দেখে খুশি হয়েছিলেন তার ভক্তরা। টিআরপি তালিকাতেও ভালো ফলাফল দিচ্ছিল ধারাবাহিকটি। যদিও ধারাবাহিকের মাঝে গাঁজাখুরি গল্প ঢোকানোয় রীতিমতো বিরক্ত হতে শুরু করেছিলেন দর্শকরা। তাই ধারাবাহিক বন্ধের দাবি তুলেছিলেন তারা।

সর্বজয়ার কার্যকলাপে অসন্তুষ্ট দর্শকরা ধারাবাহিক বন্ধের দাবি রেখেছিলেন বারবার। এবার দেবশ্রী রায় জানালেন ধারাবাহিকের ভবিষ্যৎ। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে জানিয়ে দিলেন শীঘ্রই ‘সর্বজয়া’ শেষ হতে চলেছে। এক বছর ধরে চলার পর অবশেষে ধারাবাহিকের গল্পের ইতি টানতে চলেছেন নির্মাতারা। দেবশ্রী রায় সেই খবর নিশ্চিত করলেন।

১লা মে খুকুমণি হোম ডেলিভারি, ২০শে মে যমুনা ঢাকি এবং গঙ্গারাম, ২২শে মে খেলাঘর বন্ধ হবে। দেবশ্রী রায় জানিয়েছেন, আগামী ১৪ই মে এই ধারাবাহিক শেষ হতে চলেছে। গত ১ বছর ধরে সোম থেকে শনি রাত ৯.০০ টায় সম্প্রচারিত হয়ে এসেছে সর্বজয়া। ব্লুজ প্রোডাকশনের আওতায় এই ধারাবাহিকটি এবার শেষ হয়ে নতুন ধারাবাহিককে জায়গা ছেড়ে দিতে চলেছে। এই খবরে মন খারাপ দেবশ্রী রায়ের ভক্তদের। তবে অভিনেত্রী আশ্বস্ত করেছেন, তিনি শীঘ্রই আবার নতুন কাজ নিয়ে ফিরবেন।