জি বাংলায় আসছে পিলু, রইলো অভিনেতা ও অভিনেত্রীদের আসল পরিচয়

নতুন বছরের শুরুতেই জি বাংলাতে (Zee Bangla) আসছে নতুন ধারাবাহিক। চেনা-অচেনা তারকাদের নিয়ে আগামী ১০ই জানুয়ারি থেকেই নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে। ধারাবাহিকের নাম পিলু (Pilu)। পিলুকে নিয়ে এবার নাচে-গানে দর্শককে ভরিয়ে তুলবে জি বাংলা। নির্ধারিত দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক।

ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো এসেছে প্রকাশ্যে। প্রোমোতে দেখা যায় লোকগান শোনাতে ‘সুরমন্ডল’ নামের একটি বাড়িতে প্রবেশ করে পিলু। নেচে গেয়ে মাতিয়ে তোলে পরিবেশ। নাম ভুমিকায় অভিনয় করছেন মেঘা (Megha)। মেঘা বাংলা টেলিভিশনের পর্দার অপরিচিত মুখ নন। জিবাংলা সূত্রেই তাকে চেনেন দর্শকরা। এই প্রথম অভিনয়ে ডেবিউ করছেন মেঘা। জি বাংলার ডান্স বাংলা ডান্স এর মঞ্চে এতদিন মেঘার নাচ দেখেছেন দর্শকরা। এবার দেখবেন তার অভিনয়, শুনবেন পিলুর গান।

মেঘার বিপরীতে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়ক গৌরব রায় চৌধুরী (Gourab Roy Choudhury)। আহির ওরফে গৌরব রায় চৌধুরী সুরমণ্ডলে সঙ্গীত শিখতে আসেন তার গুরুর কাছে। তাকেই কি না ভালোবাসার সুরে বেঁধে ফেলবে পিলু। কী ভাবে? জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দাতে। তবে প্রোমো থেকে জানা যায় আহিরকেই পিলুর সঙ্গীত শিক্ষার ভার দেবেন তার গুরু আদিত্য নারায়ণ।

Gourab Roy Choudhury

সুরমণ্ডলের গুরুদেব আদিত্য নারায়ণের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কৌশিক চক্রবর্তী। তিনি আহিরকে গান শেখান। আহির তার প্রিয় শিষ্য। কাজেই গুরু-শিষ্যের এক দারুণ জুটি এখানে অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য। এবার আসা যাক ধারাবাহিকের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র রঞ্জিনির বিষয়ে।

সুরমন্ডল বাড়ির মেয়ে রঞ্জিনি, এই চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল। ইধিকা পালকে এর আগে জি বাংলার রিমলি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। টলিপাড়ায় গুঞ্জন, নতুন ধারাবাহিকে নাকি খলনায়িকার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন নায়িকা। আহিরের সঙ্গে ইধিকার বিয়ের সম্ভাবনা রয়েছে। তবে শেষমেষ তা হয়ে উঠবে কি?

সুরমন্ডল বাড়ির ছোট ছেলের চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। কারণ তিনি হাসি-মজাতে সারাক্ষণ বাড়ি ভরে রাখেন। তিনি একজন তবলা বাদক। যথারীতি এই ভূমিকাতে বিশ্বনাথ বসু ছাড়া আর কাকেই বা মানাবে? এছাড়াও ধারাবাহিকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রুদ্রজিত মুখোপাধ্যায় এবং সৌমি। ধারাবাহিকে তারা দুই ভাই-বোন। চরিত্রের নাম, রঙ্গন এবং রাইমা।

বাড়ির দুই গৃহিণীর ভূমিকায় অভিনয় করছেন ছোটপর্দার আরও দুই চেনা মুখ, অঞ্জনা বসু এবং অদিতি চট্টোপাধ্যায়। বাংলা টেলিভিশনের সেরা ধারাবাহিক মিঠাই এর পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস এই নতুন ধারাবাহিকের পরিচালনা করছেন। কাজেই মিঠাই এর মতোই আরও একটি দারুণ ফ্যামিলি ড্রামা আশা করছেন দর্শকরা।