টিআরপি কম, ফের বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, চরম হতাশ দর্শকরা

টিআরপি তালিকায় জায়গা করে নিতে না পারলেই সরিয়ে দেওয়া হয় ধারাবাহিকগুলোকে (Bengali Mega Serial)। দর্শকদের কাছে যতই জনপ্রিয়তা পাক না কেন, টিআরপিতে পিছিয়ে পড়লে ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল। সদ্য জি বাংলার (Zee Bangla) একাধিক ধারাবাহিক বন্ধ হয়ে সেই জায়গায় যুক্ত হয়েছে নতুন ধারাবাহিকগুলি। চ্যানেলে এসেছে উড়ন তুবড়ি, খেলনা বাড়ি, লালকুঠি। এবার আরও এক নতুন ধারাবাহিকের সংযোজন হতে চলেছে।

স্টার জলসাকে টেক্কা দিতে জি বাংলা নিত্য নতুন ধারাবাহিক আনছে। আবার স্টার জলসাও পিছিয়ে নেই। ইতিমধ্যেই বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে চ্যানেলে। আবার একাধিক ধারাবাহিক আসার খবরও পাওয়া যাচ্ছে। পুরানা ধারাবাহিক বন্ধ করে দিয়ে সেই জায়গা দখল করছে নতুন ধারাবাহিকগুলো।

Mangalmayee Santoshi Maa

নতুন ধারাবাহিকের এন্ট্রি মানেই পুরনো কোনও ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। চ্যানেল তাই সিদ্ধান্ত নিয়েছে ‘মঙ্গলময়ী সন্তোষী মা’ (Mangalmayee Santoshi Maa) এবার বন্ধ করে দেওয়া হবে। তার জায়গায় আসছে আর এক নতুন ধারাবাহিক। রাত ১১টার স্লটে এতদিন ‘মঙ্গলময়ী সন্তোষী মা’ ধারাবাহিকটি দেখানো হতো। চ্যানেলের সিদ্ধান্তে এই ভক্তিমূলক ধারাবাহিক বন্ধ করে দিয়ে নতুন ধারাবাহিক আনা হবে।

‘মঙ্গলময় সন্তোষী মা’ ধারাবাহিকটি ছিল হিন্দি ধারাবাহিক। দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিকটি। জনপ্রিয়তা বিচার করে ধারাবাহিকটিতে ডাবিং করিয়ে সম্প্রচারের সিদ্ধান্ত নেয় চ্যানেল। ধারাবাহিকের বাংলা ডাবিংটিও বেশ পছন্দ করছিলেন সকলে। কিন্তু শেষমেশ চ্যানেলের সিদ্ধান্ত জানা গেল সোশ্যাল মিডিয়াতে। এরপর থেকেই নেটিজেনদের একাংশ এই সিদ্ধান্তের বিরোধীতা করতে শুরু করেন।

Mangalmayee Santoshi Maa

তবে আশার কথা, ‘মঙ্গলময়ী সন্তোষী মা’ বন্ধ হয়ে গেলেও সেই জায়গায় ঠাঁই পাবে একটি নতুন ধারাবাহিক। কাজেই জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবরে একদল যেমন ক্ষোভ জাহির করছেন, তেমনই দর্শকদের একাংশ আবার নতুন ধারাবাহিকের জন্যেও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হিন্দি সিরিয়ালের ডাবিং হলেও এতদিন এই ধারাবাহিকটি বেশ ভালোই প্রতিক্রিয়া পাচ্ছিল দর্শকদের থেকে।