জগন্নাথের নামগানে মাতোয়ারা ছোট্ট ইউভান, এই বয়সে এত ভক্তি দেখে মুগ্ধ নেটিজেনরা

জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে সারা বাংলাজুড়ে চলছে মহোৎসব। পুরীর জগন্নাথ মন্দিরে তো প্রতিবারের মত এবারেও ভক্তের ঢল নেমেছে। প্রভু জগন্নাথের আশীর্বাদ পাওয়ার জন্য মন-প্রাণ থেকে ভক্তিভরে তার আরাধনা করছেন ভক্তরা। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) একমাত্র সন্তান ইউভান‍ (Yuvaan) আবার জগন্নাথদেবের অনেক বড় ভক্ত! তার ভক্তি-নিষ্ঠা দেখে অবাক হলেন নেটিজেনরা।

রাজশ্রী পুত্র সদ্য ২ বছর পূর্ণ করেছে। গুটি গুটি পায়ে স্কুলে যেতেও শিখেছে। আর এতোটুকু বয়সের মধ্যেই সে ভগবানকে ভক্তি করতেও শিখে নিয়েছে। বলিউড পরিচালক রাজ চক্রবর্তী বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসবের আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার তার বাড়িতে কীর্তনের আসর বসানো হয়েছিল। ইসকন মন্দির থেকে কীর্তনের দল এসেছিল রাজের বাড়িতে।RAJ SUBHASHREE JAGANNATH SNANJATRA

ফুলমালা দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি সাজিয়ে ভক্তিভরে পূজার্চনা চলেছে। চন্দনের সুগন্ধে ম ম করছিল গোটা ঘর। এই স্নানযাত্রার উৎসব উপলক্ষে এদিন বহু অতিথিও উপস্থিত হয়েছিলেন রাজের বাড়িতে। পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবদের নিয়ে উৎসবের দিনটা আনন্দ করেই কাটালেন রাজ-শুভশ্রী এবং তাদের ছোট্ট সন্তান ইউভান।

সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি পরে পূজার জায়গায় উপস্থিত হয়েছিল ইউভান। কীর্তনের তালে তালে নেচে উঠেছিল সে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে বাড়ির নাম কীর্তনের অনুষ্ঠানে ইউভানের মধ্যেও কিভাবে ভক্তিভাব জেগে উঠেছে। ভিডিওতে এক পর্যায়ে জয় জগন্নাথ বলে মাটিতে লুটিয়ে প্রণামও করে ইউভান! দৃশ্য দেখে রীতিমত অবাক হলেন নেটিজেনরা।

এত কম বয়সে এত ভক্তি রেখে ইউভানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও। উল্লেখ্য এর আগেও দূর্গাপূজার অনুষ্ঠানে ইউভান কচি হাতে ঢাক বাজিয়েছিল। ছোট থেকেই তার মনের মধ্যে বেড়ে উঠছে ভক্তিভাব। ছেলের প্রসঙ্গে রাজ চক্রবর্তী সগর্বে বলেছেন, “আমরা কেউ কিচ্ছু শিখিয়ে দিইনি ওকে। সব নিজে থেকেই করেছে। পুজো শেষে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণামও সেরেছে। আমাদের স্বপ্ন, এ ভাবেই বেড়ে উঠুক ইউভান।”