সিনেমা না করেও আয় কোটিতে, সুন্দরী স্ত্রীর সঙ্গে ঠাটেবাটে দিন কাটাচ্ছেন এই অভিনেতা

একটাও সিনেমা করেন না, তবুও এই অভিনেতার লাইফস্টাইল মাথা ঘুরিয়ে দেবে

Bollywood Flopstar`s Lavish Lifestyle Will Surprise You : ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গড়ার জন্য সকল অভিনেতা-অভিনেত্রীরাই‌ চেষ্টা চালান। কিন্তু বলিউড (Bollywood) খুব কম অভিনেতাই‌ নিজের সফল কেরিয়ার গড়তে পারেন। এই তালিকায় নাম রয়েছে অভিনেতা আফতাব শিবদাসানি (Aftab Shivdasani)। বলিউডের বহু ছবিতে দেখা গিয়েছে তাকে‌।

   

তবে বলিউডের ছবিতে অভিনয় করলেও সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি তিনি। যদিও ‘মস্তি’ (Masti), ‘গ্ৰ্যান্ড মস্তি’ (Grand Masti) মত জনপ্রিয় ব্লকবাস্টার ছবিতে দেখা গিয়েছিল তাকে। কেরিয়ারের শুরুটা খুব ভালভাবে শুরু হয়েছিল আফতাবের। ১৯৯৯ সালে রামগোপাল ভার্মা (Ramgopal Varma)-র ‘মাস্ত’ (Mast) ছবিতে প্রথমবার দেখা গিয়েছিল তাকে।

Aftab Shivdasani

এই ছবি সুপারহিট হওয়ার‌ পর রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু তারপর একাধিক ছবিতে অভিনয় করার পরেও দর্শকদের নজরকাড়াতে পারেননি তিনি। সেই জন্যই তার কেরিয়ার ফ্লপ হিসেবেই ধরা হয়। এখন চলচ্চিত্রের দুনিয়া থেকে অনেক দূরেই রয়েছেন তিনি।

তাই লাইমলাইটে দেখা যায় না তাকে। তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা শোনা যায় না। তিনি বিয়ে করেছেন নিন দুসাঞ্জ (Nin Dusanj)-কে। তাদের এক সন্তানও রয়েছে। নিন হলেন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়। তিনি কবির বেদীর প্রাক্তন স্ত্রী পারভীন দুসাঞ্জের বোন। নিন এক সময় মডেল হিসেবে কাজ করতেন।

Aftab Shivdasani

অন্যদিকে আফতাব এখন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে সরে গিয়েছেন। কিন্তু তাও বিলাসবহুল জীবনযাপন করেন। মুম্বাইতে তার নিজস্ব বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়াও তার কাছে বিলাসবহুল বিদেশি ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রয়েছে।

Aftab Shivdasani

আরও পড়ুন : ৬০ পেরিয়ে দ্বিতীয় বিয়ে, বাংলার জামাই হলেন বলিউডের এই অভিনেতা, রইল বিয়ের ছবি

এই কালেকশনে ৫ কোটি টাকা দামের অডি আরএস এবং  ৬ কোটি টাকা দামের বিএমডব্লিউ এক্সের মত গাড়ি রয়েছে। জানা গিয়েছে, তার একটি প্রোডাকশন হাউস এবং অন্যান্য ইভেন্ট থেকে বছরে প্রায় ৩ কোটি টাকা আয় করেন। বর্তমান সময় তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫১ কোটি টাকা।

আরও পড়ুন : সেলিব্রিটি মামাও বাঁচাতে পারলো না কেরিয়ার, বলিউড থেকে বিদায় নিলেন ইমরান খান