‘মানিকে মাগে হিথে’ গায়িকার এক মাসের আয় লজ্জায় ফেলে দেবে বড় বড় সংস্থার কর্মীদেরও

সেই ২০১৯ সাল থেকে ইউটিউবে (YouTube) নিজের গাওয়া গান শেয়ার করছিলেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভা (Yohani De Silva)। ২ বছরের কঠোর পরিশ্রম এবং সাধনার ফল শেষমেষ ২০২১-এ এসে পেয়েছেন তিনি। তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe) আজ সুপার ডুপার হিট। এই একটি গানেই সারা দুনিয়া মাতিয়েছেন এই শ্রীলঙ্কান গায়িকা। তিনি কোনও স্টেজ পারফর্মার নন, ছবির প্লেব্যাক সিঙ্গারও নন। তার নিজের লেখা ও সুরে নিজের গাওয়া গানই সুরের জগতে তাকে পাকাপোক্ত জায়গা করে দিয়েছে।

যদিও তার শুরুটা এমন গ্ল্যামারাস ছিলনা। তবে গত দুই বছর ধরে তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন। একের পর এক গান নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। কিন্তু তাতে অবশ্য সেভাবে সাড়া পাচ্ছিলেন না তিনি। চলতি বছরের জুন মাস থেকেই অবশ্য একটু একটু করে তার ভাগ্য ফিরতে থাকে। এই বছরের জুন মাসেই ইউটিউবে মুক্তি পায় তার গাওয়া মানিকে মাগে হিথে। তবে ইয়োহানির অন্যান্য গানের মতো এটিও প্রথমদিকে কিন্তু সেভাবে জনপ্রিয়তা পায়নি।

ইয়োহানির জীবনের মোড় ঘুরে যায় জুলাই মাসে। কারণ এই জুলাই মাসেই ভারত এবং বাংলাদেশে ছড়িয়ে পড়ে মানিকে মাগে হিথে। ব্যাস, তারপর ভিউ বাড়তে থাকে এই সিংহলী গানের। ভাষাগত বাধা থাকলেও গানের রোমান্টিসিজম শ্রোতাকে ঠিকই স্পর্শ করেছে। শুধু তাই নয়, মিষ্টি গায়িকার মিষ্টি সুরেলা কণ্ঠও বিদেশি ও ভিন ভাষাভাষীদের কাছে গানের ইউএসপির মতো কাজ করেছে। জুলাই-আগস্ট জুড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই গানের জনপ্রিয়তা আরও বাড়ে।

ইউটিউবে ইতিমধ্যেই ১০৭ মিলিয়ন বার দেখা হয়েছে এই গানের অরিজিনাল ভিডিওটি। কাজেই ভিউ বাড়ার সঙ্গে সঙ্গে ইয়োহানির ব্যাঙ্ক ব্যালেন্সটিও যে ক্রমশ ফুলেফেঁপে উঠছে তা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ইউটিউব থেকে আগস্ট মাসে ইয়োহানি আয় করেছেন প্রায় ৬৯ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০ লক্ষ ৮১ হাজার ৪৭৭ টাকার সমান। এর আগে জুলাই মাসে ইয়োহানি ইউটিউব থেকে ৭.৫২ হাজার ডলার আয় করেন। ভারতীয় মুদ্রায় যা ৫ লাখের থেকে কিছু বেশি।

 Yohani De Silva Net worth, Income and Estimated earnings of YouTube Channel

 

গত ৭ দিনেই ইউটিউব থেকে ইয়োহানির আয় ৩৫.৫ হাজার ডলার অর্থাৎ ২ লাখ ৬১ হাজার টাকার কিছু বেশি। বিগত ৩০ দিনের হিসেবে ৭৭ লাখ ২৫ হাজার টাকার কাছাকাছি আয় করে নিয়েছেন সাগর পারের গায়িকা। ৯০ দিনের হিসেবে তার আয় হয় ১ কোটি ২ লাখ ২৮ হাজার টাকার কাছাকাছি। উল্লেখ্য, ‘মানিকে মাগে হিথে’র আগে ‘ডেভিয়াঙ্গে বারে’ গেয়ে ইউটিউবে প্রথম প্রচার পান ইয়োহানি। সেই গান মুক্তি পাওয়ার পরেই কার্যত তার সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পায়।

আরও পড়ুন : ‘মানিকে মাগে হিতে’ গানটির বাংলা অর্থ কী, রইলো গানটির বাংলা অনুবাদ

শ্রীলঙ্কার আরেক জনপ্রিয় র‌্যাপার সথীশন রথনায়কার (Satheeshan Rathnayaka) সঙ্গে মিলে তিনি কম্পোজ করেছিলেন মানিকে মাগে হিথে। এই গান গেয়ে বর্তমানে শ্রীলঙ্কার ‘র‌্যাপ প্রিন্সেস’ তিনি। গানটি অবশ্য সথীশন রথনায়কাই প্রথম গেয়েছিলেন। কিন্তু তখন শ্রোতাদের আকর্ষণ করতে পারেনি এই গান। তবে গানটি যখন ইয়োহানি পুনরায় গাইলেন, তখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়লো তার সুখ্যাতি।

আরও পড়ুন : গণধর্ষণের শিকার শ্রীলঙ্কান ‘মানিকে মাগে হিথে’, কাঠগড়ায় হিরো আলম