টলিউডে নেই কাজ, আবার বাংলা সিরিয়ালেই ফিরছেন যশ, সঙ্গে থাকছেন এই জনপ্রিয় অভিনেত্রী

টলিউডে (Tollywood) মাত্র কয়েক বছর আগেই অভিষেক ঘটেছিল যশ দাশগুপ্তের (Yash Dasgupta)। হাতেগোনা কিছু ছবিতে অভিনয় করলেও তার জনপ্রিয়তা কিন্তু এখন তুঙ্গে। আসলে বড় পর্দায় আসার আগে ছোট পর্দা থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন যশ। স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’র অরণ্য সিংহ রায়কে ৯ বছর পেরিয়েও ভুলতে পারেননি দর্শকরা।

‘পাখি’ মধুমিতা সরকার এবং ‘অরণ্য’ যশের জুটিটা এতটাই হিট হয়েছিল যে বারবার দর্শকরা এই জুটিকে আবারও ছোটপর্দায় ফিরিয়ে আনার দাবী তুলেছিলেন। তেমনটা হয়নি বটে কিন্তু এবার সত্যি সত্যিই দর্শকদের চাওয়া আংশিক পূরণ হতে চলেছে। বহু সময় পর আবার বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছেন যশ দাশগুপ্ত।

‘বোঝে না সে বোঝে না’র পর তুমুল জনপ্রিয়তা পেতেই সরাসরি টলিউডে অভিনয় করার সুযোগ পেয়ে যান যশ ও মধুমিতা দুজনেই। আজ দুজনেই টলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত তারকা হয়ে উঠেছেন। যশ তো আবার এরই মধ্যে বলিউডেও পাড়ি দিয়েছেন। তবে বাংলার টান ভুলে যাননি তিনি। যে ছোট পর্দা থেকে তার উত্থান হয়েছিল, সেখানেই আবার ফিরতে চলেছেন অভিনেতা। তার সঙ্গে থাকছেন প্রিয়াঙ্কা সরকার।

এত বছর বাদে আবার যশ ছোট পর্দায় ফিরে আসার খবরে দারুণ খুশি হয়েছেন তার ভক্তরা। তবে নতুন কোনও সিরিয়ালে নয়, আসলে একটি জনপ্রিয় পুরনো সিরিয়ালেই কিন্তু দেখা মিলবে যশের। কালার্স বাংলার জনপ্রিয় হিট মেগা সিরিয়াল ‘সোহাগ চাঁদ’-এ অতিথি হিসেবে পা রাখতে চলেছেন যশ ও প্রিয়াঙ্কা। সামনেই মুক্তি পেতে চলেছে তাদের একটি ছবি। সেই ছবির প্রচারের জন্যই বাংলা টেলিভিশনকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তারকারা।

ধারাবাহিকের আসন্ন ট্র্যাক সম্পর্কে যা জানা যাচ্ছে, নায়ক অভিষেক বীর শর্মা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগেই গাড়ি দুর্ঘটনার মুখে পড়বেন। তখন পর্দায় এন্ট্রি হবে যশের। তিনিই তাকে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দেবেন। সোহাগ এবং চাঁদের বিয়ের অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য পর্দায় দেখা যাবে যশকে। নায়ক হিসেবে না হোক, তবুও তো কিছুক্ষণের জন্য বাংলা সিরিয়ালে দেখা যাবে পছন্দের নায়ককে! এটুকু পেয়েই খুশি দর্শকরা।

যশ এখন মুম্বাইতে ‘ইয়ারিয়া টু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। টি সিরিজের মালিক ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমারের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন যশ। উল্লেখ্য, ‘ইয়ারিয়া’ ছবির পরিচালিকা ছিলেন দিব্যা। এবার তিনি নিজেই যশের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করতে নেমে পড়েছেন।