দামি পোশাক পড়েন? কত দামের? এক লাখ? তিন-পাচ লাখ? ধূর! নীতা আম্বানী যে শাড়িটা পরেছেন তার দামে আস্ত বাড়ি কিনে ফেলা যায়!
দেশের অন্যতম ধনকুবের অনিল আম্বানীর স্ত্রী নীতা আম্বানী। নিজেও ধনী শিল্পপতি। বোঝাই যাচ্ছে নীতা আম্বানীর চমক, গমক। আর সেটা দেখাতে তিনি ভালোইবাসেন। দামি পার্স, ঘড়ি, গয়না বা জুতো ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে পড়েন। মোটামুটি আয়েসি এবং বিলাসী জীবন নীতা আম্বানীর।

আসলে কোটি কোটি টাকার মালিক হলে যা হয়! ভারতের মতো গরিব দেশে এত এত টাকার সম্পত্তি শুনলে কেমন গা ছমছম করে! যাইহোক, নীতা আম্বানীর মতো বড়লোকেরা মাঝে মধ্যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন। নিজে কতটা বড়লোক সে বিষয়ে সন্দিহান হয়ে পড়লে নিজেকে একটা ঝাঁকুনি দিতে হয়। নীতা আম্বানীও তাই করেছেন। ৪০ লক্ষ টাকা দাম দিয়ে একটা শাড়ি কিনে ফেলেছেন তিনি।

শাড়ি জুড়ে সোনার কাজ। সেখানে ঠাঁই পেয়েছে বিখ্যাত চিত্রীশিল্পী রবি বর্মার আঁকা ১১ টি ছবি। ছবি ঘিরে সাজানো মুক্তো, প্রবাল, রুবি, নীলকান্ত মণি, পোখরাজ, হীরে আর পান্না। ৩৬ কারিগর বারো মাসের প্রাণান্তকর পরিশ্রমে বানিয়েছেন ৮ কেজি ওজনের সিল্কের শাড়ি।

‘বলিউড প্রেসেন্টস-এর রিপোর্ট অনুযায়ী ৪০ লাখ টাকা দামের এই শাড়ি নাম তুলেছে গিনেসে।
রিলায়েন্স গ্রুপের সিইও পরিমল নথবীরের ছেলের বিয়ের অনুষ্ঠানে ২০১৫ সালে এই শাড়িটি পরেছিলেন নীতা। ও হ্যাঁ, তারপর আর কোনওদিন পড়েননি।