বিশ্বের সবথেকে ধনী এই মহিলা, যার সম্পত্তির পরিমাণ মুকেশ আম্বানির থেকেও বেশি

ইনি বিশ্বের সবথেকে ধনী মহিলা, যার সম্পত্তির পরিমাণ মুকেশ আম্বানির থেকেও বেশি

ভারত বিখ্যাত ধনকুবের বলা হলে প্রথমেই সকলের মনে আসে মুকেশ আম্বানী (Mukesh Ambani) -র নাম। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে তার কাছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার তিনি। তিনি ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি। ভারত বিখ্যাত ধনকুবের তালিকাতে গৌতম আদানি রয়েছেন দ্বিতীয় স্থানে। তবে এই দুই শিল্পপতি ছাড়াও রয়েছেন একজন মহিলা (World Richest Woman) যার সম্পত্তির পরিমাণ মুকেশ আম্বানির থেকেও বেশি।

ইনি হলেন বিশ্বের সবথেকে ধনী মহিলা যার কাছে গৌতম আদানির থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ সম্পত্তি রয়েছে। বিশ্ব বিখ্যাত ধনকুবেরদের তালিকাতে তিনি মুকেশ আম্বানির ঠিক আগে রয়েছেন। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারসদের তালিকাতে সদ্য উঠে এসেছে তার নাম। তিনি ফ্রান্সের নাগরিক এবং এখন থাকেন প্যারিসে।

Francoise Bettencourt Meyers

বিশ্বের সবথেকে ধনী এই মহিলার নাম ফ্র্যাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স (Francoise Bettencourt Meyers)। তিনি বিশ্ব বিখ্যাত কোম্পানি লরিয়াল (L`Oreal) -র প্রতিষ্ঠাতার নাতনী। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে তার এবং তার পরিবারের ৩৩ শতাংশ শেয়ার রয়েছে। তিনি এখন এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৮৬.৩ বিলিয়ন ডলার।

২০১৭ সালে তার মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে এই প্রতিষ্ঠানের মালিকানা পেয়েছেন। তার মা লিলিয়েন বেটেনকোর্ট ততদিন পর্যন্ত ছিলেন বিশ্বের সবথেকে ধনী মহিলা। মা মারা যাওয়ার পর তিনি এই সুযোগ পান। এখন তার পরিচালনায় লরিয়াল বিশ্ববিখ্যাত কোম্পানি হয়ে উঠেছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা রয়েছে।

Francoise Bettencourt Meyers

আরও পড়ুন : গর্ভধারণে ব্যর্থ ছিলেন নীতা, শেষে এইভাবে সন্তানের মুখ দেখেন মুকেশ আম্বানি

ফ্রাঙ্কোয়েস বর্তমানে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকাতে দ্বাদশ স্থানে রয়েছেন। তার সঙ্গে তার দুই সন্তানও কোম্পানির দায়-দায়িত্ব সামলাচ্ছেন। বিশ্ববিখ্যাত ধনী ব্যবসায়ীদের তালিকাতে ফ্রাঙ্কোয়েসের ঠিক পরেই অর্থাৎ ১৩ নম্বর স্থানে রয়েছে মুকেশ আম্বানির নাম।

আরও পড়ুন : আম্বানীদের জন্য রুটি বানানো হয় এই বিশেষ উপায়ে, ফাঁস হল ভিডিও