একজন তারকার সব ধর্মকে সম্মান করা উচিত। কিন্তু কোনও তারকার নিজস্ব ধর্ম থাকতেই পারে বা তিনি নিজের ধর্ম পালন করতেই পারেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব ধর্মের তারকারাই রয়েছে আমাদের পৃথিবীতে। যারা নিজের ধর্ম পালন করেন। এই প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে সুন্দরী মুসলিম অভিনেত্রীদের (Beautiful Muslim Actress) তালিকা দেওয়া হল। যার মধ্যে একজন ভারতীয় অভিনেত্রীও রয়েছেন।
ফারাহ অ্যাভকেন (Farah Avken): মুসলিম প্রধান দেশ তুরস্কের সিনেমা ও ওয়েব সিরিজগুলি ভারতে খুব জনপ্রিয় হয়ে। সেই দেশের অনেক মুসলিম নায়ক নায়িকা ভারতের জনপ্রিয়। এমনি একজন নায়িকা হলেন ফারাহ অ্যাভকেন। যার রুপ দেখে মুগ্ধ হবেন।
মাহিরা খান (Mahira Khan): পাকিস্তানী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেন অভিনেত্রী মাহিরা খান। বলিউডে শাহরুখ খানের বিপরীতে ‘রইজ’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। তাছাড়াও তার অভিনীত পাকিস্তানী ধারাবাহিক গুলি খুব জনপ্রিয় ভারতে।
সাইরিন আবদেলনৌর (Cyrene Abdelnour): সারা বিশ্বে বহু জনপ্রিয় ও সুন্দরী মুসলিম অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যেই অন্যতম হল মধ্য প্রাচ্যের সাইরিন আবদেলনৌর। যিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন সঙ্গীত শিল্পী ও মডেলও।
মুনা আবু সুলায়মান (Muna Abu Sulaiman): আরবে ধীরে ধীরে মহিলাদের সকল অধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে সেই দেশের একটি বিখ্যাত নিউজ চ্যানেলে সঞ্চালিকা হিসেবে একজন নারীকে দেখা যাচ্ছে মুনা আবু সুলায়মান নামক এই সুন্দরী মুসলিম নারীকে।
জেরিন খান (Jerin Khan): ভারতীয় সিনেমার জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন জেরিন খান। খুব কম বয়সেই তিনি বলিউডে ডেবিউ করেছিলেন। সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। তারপর একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন এই মুসলিম অভিনেত্রী।
নাসরিন তাফিস (Nasreen Tafis): নাসরিন হলেন ফিলিস্তিনি অভিনেত্রী। কিন্তু তার জন্ম হয়েছিল সিরিয়াতে। বেশ কিছুদিন আন্তর্জাতিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে এই মুসলিম অভিনেত্রীকে। তিনি সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়।
রাওয়ান বিন হুসাইন (Rawan bin Hussain): রাওয়ান বিন হুসাইন হলেন কুয়েতের একজন বিখ্যাত মডেল। তার রূপ দেখে মুগ্ধ হয়ে যান বহু পুরুষ। তিনি সৌন্দর্যের দিক থেকে হার মানতে পারেন যে কোনও বলিউডের অভিনেত্রীকে।
বেলা হাদিদ (Bella Hadid): হলিউডের পরিচিত মুখ হলেন বেলা হাদিদ। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ধনী মুসলিম মডেল। তার জনপ্রিয়তা বহু হলিউড অভিনেত্রীকে টক্কর দিতে পারে। মডেল হিসেবে তার পারিশ্রমিকও বিশ্বের অন্য মুসলিম মডেলের চেয়ে অনেক বেশি।