বিশ্বকাপে জিতলে কত টাকা জিতবে বিজয়ী দল? টাকার অংক ঘুরিয়ে দেবে মাথা

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? টাকার অংক শুনলে মাথা ঘুরে যাবে

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হয়েছে বিশ্বকাপ (World Cup 2023) -র লড়াই। গ্রুপ স্টেজ থেকে শুরু করে সেমিফাইনাল পেরিয়ে অবশেষে ফাইনাল ম্যাচ। টানটান উত্তেজনার মধ্যে আছে বিশ্ববাসী। কার হাতে উঠবে চ্যাম্পিয়নের কাপ? ভারত নাকি অস্ট্রেলিয়ার। কিন্তু জানেন কী যেই দল জিতবে কত টাকা প্রাইজ (Prize Money) পাবে তারা?

World Cup 2023 Prize Money

ক্রিকেট বিশ্বকাপ কার্যত উদযাপন করা হয় ভারতীয় উপমহাদেশে। ম্যাচের সময়, পিচ, খেলোয়াড়দের খুঁটিনাটি- প্রায় সবই থাকে ক্রীড়াপ্রেমীদের ঠোঁটের ডগায়। তার সঙ্গেই আরও একটি বিষয় আলোচিত হয় বারবার। সেটা হল পুরস্কার মূল্য। কারন আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপের (ODI World Cup 2023) ফাইনালে জয় অবশ্যই যে কোনও দলের লক্ষ্য। পাশাপাশি পুরস্কার মূল্যও যথেষ্ট লোভনীয়।

ODI World Cup 2023

   

রবিবারের হাইভোল্টেজ ম্যাচে ভারত জিতলে এই নিয়ে তৃতীয় বারের জন্য ট্রফি তুলবে ভারত। শেষবার এমএস ধোনির নেতৃত্বে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছিল, তখন বিসিসিআই খেলোয়াড়দের পুরস্কৃত করেছিল। বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত সমস্ত ভারতীয় খেলোয়াড়কে পুরস্কার হিসাবে দেওয়া হয়েছিল ২ কোটি টাকা। এছাড়াও, বিভিন্ন রাজ্য সরকারও খেলোয়াড়দের উপর পুরস্কার বর্ষণ করেছিল।

অনেক কোম্পানি খেলোয়াড়দের বিভিন্ন পুরস্কারও দিয়েছে। ২০১১ সালে বিশ্বকাপের মোট প্রাইজমানি ৮ মিলিয়ন মার্কিন ডলার (৬৬ কোটি) নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে, আইসিসি টিম ইন্ডিয়াকে প্রায় ২৫ কোটি টাকা প্রাইজমানি দিয়েছে। যেখানে রানার আপ শ্রীলঙ্কা পেয়েছে প্রায় ১২.৫ কোটি রুপি। বাকি টাকা লিগ ম্যাচ ও নকআউট ম্যাচে বিজয়ী দলকে দেওয়া হয়।

ODI World Cup 2023

আরও পড়ুন : ক্রিকেটের এই ১০টি রেকর্ড কোনদিন কারোর পক্ষে ভাঙা সম্ভব নয়

আর এবারে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মুখোমুখি লড়াইয়ে যে দল জিতবে তারা হাতে বিশ্বকাপ তো পাবেই, তারই সঙ্গে মিলবে ৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকা।যে দল এই প্রতিযোগিতায় রানার্স আপ হবে তাদের পুরস্কার মূল্যও যথেষ্ট নজরকাড়া। রানার্স আপ টিম পাবে ২ মিলিয়ন ইউএস ডলার। সূত্রের খবর, আইসিসি ক্রিকেট বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য ১০ মিলিয়ন মার্কিন ডলারের মতো।

আরও পড়ুন : ১১ রকমের আউট হয় ক্রিকেটে, কখন কোন আউট দেওয়া হয়?

আরও পড়ুন : এই ৪ পাকিস্তানি ক্রিকেটার হলেন ভারতের জামাই, বিয়ে করেছেন ভারতের মেয়েকে

চ্যাম্পিয়ন এবং রানার্স আপ বাদ দিয়ে বাকি দলগুলিও আর্থিক ভাবে পুরস্কৃত হবে। সেমি ফাইনাল স্তরে যে দলগুলি পৌঁছেছে তারা সব মিলিয়ে পাবে ৮ লক্ষ মার্কিন ডলার অর্থ পুরস্কার। এছাড়াও গ্রুপ স্টেজ থেকে যে দলগুলি ছিটকে গিয়েছে, সেই দলগুলির প্রত্যেকে ১ লক্ষ ইউএস ডলারের আর্থিক পুরস্কার পাবে। এবার গ্রুপ স্টেজে প্রতিটি ম্যাচের ক্ষেত্রেই জয়ীদের জন্য আলাদা করে আর্থিক পুরস্কার রয়েছে।

আরও পড়ুন : জন্ম গরিব পরিবারে, কিন্তু ক্রিকেট বদলে দিয়েছে এই ১০ ক্রিকেটারের জীবন