২০২২-এ বিনা তেলের এই রেসিপিই গুগলে সবথেকে বেশি বার সার্চ হয়েছে, শিখে নিন রান্নাটা

২০২২-এ গুগলে সবথেকে বেশি বার সার্চ করা হয়েছে এই রেসিপি

Without Oil Paneer Pasinda Recipe Was Most Searched Recipe On Google In 2022

২০২২ এর শেষ বিদায়ের ঘন্টা বাজতে আর মাত্র কয়েকটা দিনই বাকি। পুরনো বছরের অন্তিম বিদায় লগ্নে এসে জানা গেল এই বছরে ভারতবর্ষের মানুষের সব থেকে বেশি পছন্দের রেসিপি ছিল কোনটা। গুগল তার সমীক্ষার মাধ্যমে জানিয়েছে এই বছর সব থেকে বেশি বার সার্চ করা হয়েছে পনির পসিন্দার (Paneer Pasinda) রেসিপিটি। আজ এই প্রতিবেদনে রইল ভারতের মানুষের পছন্দের এই রান্নার রেসিপিটি।

পনির পসিন্দা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ : পনির পসিন্দা বাড়িতে বানানোর জন্য প্রয়োজন হবে ২৫০ গ্রাম পনির, ২টো মাঝারি সাইজের পেঁয়াজ, আদা ও রসুন বাটা, টমেটো বাটা, কাজুবাদাম বাটা, পরিমাণমতো কাঁচা লঙ্কা বাটা, টক দই, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, ধনে পাতা কুচি, ফ্রেশ ক্রিম

পনির পসিন্দা রান্নার পদ্ধতি : এই রান্নার জন্য প্রথমে পনির চার কোনা সাইজে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার একটি গ্যাসের উপর কড়াই বসিয়ে গরম করে নিন। তারপর শুকনো গরম কড়াইতেই পনিরের টুকরোগুলোকে সেঁকে নিতে হবে। এইভাবে শিখে নেওয়ার পর উষ্ণ গরম জলে নুন মিশিয়ে আধ ঘন্টার জন্য পনিরের টুকরোগুলোকে ভিজিয়ে রাখতে হবে।

এবার কড়াইতে এক চামচ চিনি দিয়ে ২-৩ মিনিট গরম করে নিন। চিনি লালচে হয়ে এলে এর মধ্যে এক চামচ জল মিশিয়ে নিন। এবার তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতেই এরমধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে।

গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নেওয়ার পর যখন রান্না থেকে তেল ছেড়ে আসবে তখন নুন জলে ভেজানো পনির জল সমেত রান্নার মধ্যে দিয়ে দিন। ৭ মিনিট ঢেকে রান্না হতে দিতে হবে। ৭ মিনিট পর ঢাকনা খুলে কাজুবাদাম বাটা মিশিয়ে দিন রান্নার মধ্যে। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে।

রান্না একেবারে শেষ ধাপে উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে মিশিয়ে নিন। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মাখামাখা অবস্থায় নামিয়ে নিন সুস্বাদু পনির পসিন্দা। সম্পূর্ণ বিনা তেলের এই রান্না বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারবেন। গরম ভাত, পোলাও কিংবা রুটি-পরোটার সঙ্গে খেতে পারেন সুস্বাদু পনির পসিন্দা।