টলিউডের (Tollywood) বর্তমানে সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় যীশু সেনগুপ্ত যীশু (Jisshu Sengupta) একটি অন্যতম নাম। মহাপ্রভু ধারাবাহিক থেকে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করে আজ বলিউডে (Bollywood) পাড়ি দিয়ে অভিনেতা হিসাবে নিজের জাত চিনিয়েছেন তিনি। অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত কে বিয়ে করেছেন তিনি। অভিনেতার দুই মেয়ে সারা সেনগুপ্ত ও যারা সেনগুপ্ত।
সারোগেসির মাধ্যমে ফের যমজ সন্তানের বাবা হলেন যিশু সেনগুপ্ত। তবে এই সন্তানের দায়িত্ব নেবে না নীলাঞ্জনা। অগত্যা যীশুর এই সন্তানের দায়িত্ব নিতে এগিয়ে এলেন প্রথমা কাদম্বিনী খ্যাত অভিনেত্রী সোলাঙ্কি রায়। এখন প্রশ্ন যীশুর সন্তানের দায়িত্ব সোলাঙ্কি নেবেন কেন? তাহলে শুনুন, সম্প্রতি সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন যীশু (Jisshu Sengupta) সেটা রিয়েল লাইফে নয়, রিল লাইফে।
খুব শীঘ্রই উইন্ডোজ প্রোডাকশন-এর আগামী ছবি ‘বাবা বেবি ও’ (Baba Baby O)তে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। এই ছবিতে একজন সিঙ্গেল ফাদারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন যীশু। ‘উইন্ডোস প্রোডাকশনস’ এর এই ছবিতে সিঙ্গেল ফাদার যীশুর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সোলাঙ্কি রায়কে। সেই ছবিতেই সারোগেসির সাহায্যে বাবা হতে যীশুকে সাহায্য করবেন সোলাঙ্কি।
ছবির গল্পটা কিছুটা এরকম, ৪০ বছরের এক ব্যক্তি, নাম মেঘ যিনি বিয়ে করবেন না বলেই ঠিক করেন। কিন্তু তিনি বাবা হতে চান। তাই সারোগেসির মাধ্যমে তিনি যমজ সন্তানের বাবা হন। পরবর্তীকালে ওই দুই সন্তানের বাবা মেঘ একটি মেয়ের প্রেমে পড়েন। যাঁর নাম বৃষ্টি। তিনি আবার মেঘকে পছন্দ করলেও বাচ্চা একেবারেই পছন্দ করেন না। আর তা নিয়েই কমেডির মোড়কে এটি (বাবা বেবি ও) একটি রোম্যান্টিক ছবি। ছবিতে মেঘের ভূমিকায় যীশু সেনগুপ্ত। আর বৃষ্টির ভূমিকায় সোলাঙ্কি রায়।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছ দুই সন্তানকে কোলে নিয়ে বাবা যীশু নাজেহাল। দুই শিশুর একজন কেঁদে ককিয়ে চলেছে। বাবা কোনমতেই সামলাতে পারছে না সদ্যোজাতকে। এমত অবস্থায় যীশুকে সাহায্য করতে এগিয়ে এলেন অভিনেত্রী সোলাঙ্কি রায়।
দেখুন সেই ভিডিও :-
View this post on Instagram