ট্রাফিক লাইট লাল, সবুজ ও হলুদ কেন ?

রক্তের রঙ লাল। আবার আগুনের রঙও লাল। তাই বোধহয় লাল রঙ বিপদের বার্তা বহন করে। সবুজ রঙ নিরাপত্তার সংকেত দেয়। মানে সব ঠিক আছে। আবার হলুদ রঙ খুব স্পর্শকাতর। সবচেয়ে স্পষ্ট চেনা যায় এই রঙ। কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে লাল, সবুজ এবং হলুদ রঙের ব্যবহার করা হয় কেন?

Source

লাল, হলুদ বা সবুজ রঙ আমাদের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে প্রভাবিত করেছে। ছোটবেলা থেকে আমরা শিখেছি, লাল মানে বিপদ আর সবুজ মানে সব ঠিকঠাক আছে। আলোর বর্ণালী ধারাবাহিক এবং অবিভক্ত।

Source

গাড়ির আগে ট্রাফিক লাইট ব্যবহার করা হতো রেল চলাচল ও নিয়ন্ত্রণের জন্য। রেল নিয়ন্ত্রণে প্রথমে লাল ব্যবহার করা হত থামার জন্য, সাদা ব্যবহার করা হত যাওয়ার জন্য এবং সুবজ দিয়ে সতর্ক করা হত। কিন্তু ট্রেন চালকরা প্রায়ই সাদা আলো দেখে দ্বিধান্বিত হতেন। যেহেতু সাদা আলোর অর্থ, সব ঠিক আছে যেতে পার। তাই রাতের বেলায় দূর থেকে উজ্জল তারকা দেখে মনে করত রাস্তা ফাঁকা। নির্বিঘ্নে যাওয়া যায়।

আরও পড়ুন : ভারতের ১২ টি ঐতিহ্যময় রেল স্টেশন যা মুগ্ধ করে সবাইকে

Source

রেল চলাচলে গোলামাল লেগে যাওয়ার ভয়ে এবং দুর্ঘটনা এড়াতে অবশেষে রেল কর্তৃপক্ষ সুবজ আলো ব্যবহার করতে শুরু করল ‘যাওয়া’ বোঝানোর জন্য। সেই থেকে ট্রাফিক সিগন্যালে ‘যাওয়া’  বোঝাতে সবুজ আলো ব্যবহার হয়ে আসছে।

আরও পড়ুন : ব্লেডের মাঝে বিশেষ আকৃতির ছিদ্র থাকার পেছনে আছে একটি অজানা কারণ

Source

বিপদ বোঝাতে লাল আলো বেছে নেয়ার কারণ হল- এর তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে অন্যান্য আলোর তুলনায় লাল আলো অনেক  দুর থেকেও দেখা যায়। আর হলুদ আলোর ব্যবহার শুরু হল সতর্ক করার জন্য। কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য লাল এর তুলনায় কিছুটা খাটো, কিন্তু সবুজের তুলনায় বেশী।

আরও পড়ুন : স্কুল বাসের রঙ হলুদ হয় কেন ? এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ

Source

এক সময় হলুদ আলো দেখিয়েই গাড়ি থামানো হত। ১৯০০ সালের গোড়ার দিকে। তখন কিছু কিছু এলাকায় থামার চিহ্ন ছিল হলুদ। প্রযুক্তি উন্নত হওয়ায় প্রতিফলন ক্ষমতা বেড়ে গেল বহু গুণ। আগমন ঘটল লাল রঙের। থামার চিহ্ন বোঝাতে লালের ব্যবহার শুরু হল।

আমাদের প্রতিটি পোস্ট WhatsApp-এ পেতে ⇒  এখানে ক্লিক করুন